Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পতনের কবল থেকে বেরিয়ে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই বিপুল বৃদ্ধি হলো দেশের শেয়ার বাজারের। সোমবার বাজার খোলার পর থেকেই বাড়তে শুরু করেছিলে দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ও নিফটি৫০। বাজার বন্ধের সময় এই দুই সূচকের বৃদ্ধি হয়েছে ০.৯০ শতাংশের বেশি। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেট কোম্পানিগুলির সম্মিলিত মার্কেট ক্যাপিটালাইজ়েশন বেড়েছে ৪ লক্ষ কোটি টাকা।
সেনসেক্স ও নিফটি৫০
সোমবার সেনসেক্স বেড়েছে ৭৪৬ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের এই সূচক রয়েছে ৮০ হাজার ৬০৪ পয়েন্টে। নিফটি৫০ এ দিন বেড়েছে ২২১ পয়েন্ট বা ০.৯১ শতাংশ। এই বৃদ্ধির পর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৪ হাজার ৫৮৫ পয়েন্টে।
সেক্টরাল ইনডেক্স
প্রধান দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই সমস্ত সেক্টরাল সূচক সোমবার পজ়িটিভে রয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সেক্টরাল সূচক বেড়েছে সবচেয়ে বেশি (২.২০%)। নিফটি রিয়েলটি (১.৮৬%), নিফটি অটো (১.০৬%), নিফটি ফার্মা (০.৯৫%), নিফটি ব্যাঙ্ক (০.৯২%)-এর মতো গুরুত্বপূর্ণ সেক্টরাল সূচকও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পাশাপাশি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সেরও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে সোমবার।














