সপ্তাহের সব ট্রেডিং সেশনেই দাম বেড়েছে, আগামী দিনেও নজর রাখুন এই ৮ স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  এ সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে অর্থাৎ শুক্রবার অনেকটা বেড়েছে দেশের স্টক এক্সচেঞ্জ সূচকগুলির পয়েন্ট। যদিও সপ্তাহের শুরুতে ধসে গিয়েছিল সেনসেক্স ও নিফটি৫০। সব মিলিয়ে এ সপ্তাহের পারফরম্যান্সের নিরিখে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে। কিন্তু এই পরিস্থিতিতেও এমন কয়েকটি স্টক রয়েছে, যেগুলির দাম একটানা বেড়েছে। এ সপ্তাহের চার ট্রেডিং সেশনেই দাম বেড়েছে ওই সমস্ত স্টকের। ধসের পরিস্থিতিতেও পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখে বিশেষজ্ঞরা আগামী সপ্তাহেও নজর রাখার পরামর্শ দিয়েছেন এই সমস্ত স্টকে।

LS Industries: ভারতীয় টেক্সটাইল কোম্পানির স্টকের দাম এক টানা বেড়েছে এ সপ্তাহে। ২৭ শতাংশের বেশি দাম বেড়েছে এই সংস্থার। এখন এই স্টকের দাম ৪৯ টাকা।

NACL Industries: অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরের এই স্টকের শেয়ার দর গত সপ্তাহে বেড়েছে ২৫ শতাংশ। এখন এর দাম ১৬৪ টাকা।

Colab Platforms: এই ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থার স্টকের দাম ১০ শতাংশ বেড়েছে। এখন কোলাব প্ল্যাটফর্মের স্টকের দাম ১১১ টাকা।

Dolphin Offshore Enterprises (India): অয়েল ও গ্যাস ইন্ডাস্ট্রির এই সংস্থার শেয়ারের দাম গত সপ্তাহের ট্রেডিং সেশনগুলিতে এক টানা বেড়েছে। প্রায় ৯ শতাংশের আশপাশে তা বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩২৮ টাকা।

Elitecon International: তামাকজাত পণ্যে প্রস্তুতকারক এই সংস্থার স্টকও ধারাবাহিকতা দেখিয়েছে শেষ সপ্তাহে। প্রায় ১০ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৩২৮ টাকা।

Kothari Industrial Corporation: এগ্রিকালচারাল কেমিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত এই স্টকের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে হয়েছে ২২৭ টাকা।

Blue Pearl Agriventures: পলিইথিলিন সংক্রান্ত একাধিক প্রোডাক্ট তৈরি করা এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৮ শতাংশের আশপাশে। এখন এই স্টকের দাম হয়েছে ২৩ টাকা।

Electrotherm (India): স্টিল প্ল্যান্ট-সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ইক্যুইপমেন্ট তৈরি করে এই সংস্থা। গত সপ্তাহে প্রায় ৯ শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ৯৬৬ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- 26/11 মুম্বই হামলার পেছনে তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? সামনে এলো বিস্ফোরক তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন