সপ্তাহে ৭ দিন কাজে বেরোনোর আগে খান এই ৭টি খাবার ! পাবেন বিপুল সাফল্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- পরীক্ষা, ইন্টারভিউ বা অন্য কোনও জরুরি কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে মা, ঠাকুমারা মুখে একটু দই-চিনি দিয়ে দেন। দই মুখে দিয়ে বেরনো শুভ বলে মনে করা হয়। তবে শুধু দই-চিনি নয়, শাস্ত্রে কয়েকটি খাবারের উল্লেখ রয়েছে, বাড়ি থেকে বেরনোর আগে এই খাবার গুলি খেয়ে বেরনো অত্যন্ত শুভ। সপ্তাহের এক এক দিনের জন্য এক একটি শুভ খাবারের উল্লেখ আছে জ্যোতিষ শাস্ত্রে। জেনে নিন কোনো শুভ কাজে বেরনোর আগে সপ্তাহের কোন দিন কী খেয়ে বেরোবেন ?

আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির

  1. জ্যোতিষ শাস্ত্র অনুসারে রবিবার হল সূর্যদেবতার দিন। এই দিনে আপনি কোনও শুভ কাজে বেরোলে, বাড়ি থেকে বেরনোর আগে মুখে একটু পানপাতা দিয়ে বেরোন।

  2. সোমবার দিনটি জ্যোতিষ শাস্ত্র অনুসারে চন্দ্রদেবতার দিন। হিন্দুধর্মে সোমবার শিবের দিন বলে মনে করা হয়। এদিন কোনও বিশেষ কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে একটু দই খেয়ে বেরোন।

 

niladri-misra

 

  1. মঙ্গলবার কোনও দরকারি কাজে বাড়ি থেকে বেরনোর আগে মুখে এক টুকরো গুড় ফেলে দিন।

  2. যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে। বুধবারে সম্পূর্ণ করার উদ্দেশ্যে বেরোন, বেরনোর আগে একটু সবুজ ধনেপাতা খেয়ে নিন।

  3. বৃহস্পতিবার কোনও শুভ কাজ থাকলে বাড়ি থেকে বেরনোর আগে এক চিমটে গোটা জিরে খেয়ে নিন।

  4. শুক্রবারে কোনো কাজে বেরোনের জন্য দই আর চিনি খাওয়া শুভ বলে মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। ।

  5. জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার হল শনি দেবতার দিন। বাড়ি থেকে দরকারি কাজে বেরনোর আগে এই দিন এক টুকরো আদা খেয়ে বেরনো ভালো।

আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন