‘সবকিছু ছেড়ে হিমালয়ে যেতে তৈরি নাকি’ কেন এই নেতাকে বললেন মোদী?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির অনেক কেন্দ্রীয় নেতা। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত এনডিএ মিত্রদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং শিবসেনা সুপ্রিমো একনাথ শিন্ডে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেন মোদী। তবে অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথোপকথন হেডলাইনে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পবন কল্যাণ যখন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখেন, তখন সাংবাদিকরা তাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর কথোপকথন সম্পর্কে প্রশ্ন করেন। যখন মিডিয়া পবন কল্যাণকে জিজ্ঞাসা করেছিল যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তিনি বলেন, ‘দেখা হলেই প্রধানমন্ত্রী আমার সঙ্গে রসিকতা করেন। আজ, তিনি আমার পোশাক দেখে জিজ্ঞাসা করেছিলেন যে আমি সব কিছু ছেড়ে হিমালয়ে চলে যাচ্ছি কি না।’

আরও পড়ুন:- মহিলাদের জন্য সেরা 5 অনলাইন কোর্স। বাড়ি বসে শিখে প্রতিমাসে হাজার হাজার টাকা রোজগার করুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার পবন কল্যাণ সাধারণ সুতির পোশাক পরেন এবং আধ্যাত্মিক জীবনযাপন করেন, তিনি দ্রুত প্রধানমন্ত্রী মোদীকে আশ্বস্ত করে জানান যে তিনি এখনই কোথাও যাচ্ছেন না। পবন বলেন, ‘এখনও কাজ করা বাকি আছে। হিমালয় অপেক্ষা করতে পারে।’ সম্প্রতি পবন কল্যাণ তীর্থযাত্রায় গিয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতের মন্দিরগুলি পরিদর্শন করেছিলেন এবং মহা কুম্ভে গিয়েছিলেন এবং সঙ্গমে ডুব দিয়েছিলেন।

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তাঁকে শপথবাক্য পাঠ করান। রেখা গুপ্তার পাশাপাশি শপথ নেন প্রবেশ ভার্মা, আশিস সুদ, পঙ্কজ সিং, মনজিন্দর সিং সিরসা, কপিল মিশ্র এবং রবীন্দ্র ইন্দ্ররাজও।

আরও পড়ুন:- আঙুর শুধু জলে ধুলেই হয় না, ৩ উপায়ে পরিষ্কার না করলে মারণ রোগের বাসা বাঁধবে

আরও পড়ুন:- রেখা গুপ্তা কে? কেন তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী করল BJP?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন