Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সবজি বিক্রেতাকে প্রার্থী করে বাজিমাত বিজেপির ! সুদূর দক্ষিণের রাজ্য কেরালাতে পঞ্চায়েত, পুরসভার ভোটের ফল বেরিয়েছে। সেই রাজ্যের শাসক দল বাম জোট দুর্দান্ত ফলাফল করেছে। তবে বামেদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। এছাড়াও বিজেপি গতবারের থেকে এবার কেরলে বেশ ভালো ফলাফল করেছে। তাই নিয়ে আগামী ২১ এর বিধানসভার আগে উজ্জীবিত।
From Vegetable vendor to Corporator-Mrs.Girija.J.K
From a spiritual Monk to MP of State-Shri @pcsarangi
From Chaiwala to Prime Minister of India-Shri @narendramodi
This can happen only in the party with difference @BJP which gives platform to common man to serve the country. pic.twitter.com/J3SwdI2bmL
— Somu Veerraju / సోము వీర్రాజు (@somuveerraju) December 16, 2020
এক নজরে ফলাফল —–
গ্রাম পঞ্চায়েত – 941 তার মধ্যে LDF – 514 , UDF – 375 , NDA – 23 , Others – 29
ব্লক পঞ্চায়েত – 152 তার মধ্যে LDF – 108 , UDF – 44 , NDA – 0 , Others – 0
পুরসভা – 86 তার মধ্যে UDF – 45 , LDF – 35 , BJP – 2 , Others – 4
এই নির্বাচনের সব চেয়ে বড়ো চমক দিয়েছেন বিজেপির এক প্রার্থী। কেরলের তিরুবনন্তপুরমের একজন সাধারণ সবজি বিক্রেতা যিনি বিজেপির টিকিটে নির্বাচনে লড়ে হারিয়ে দিয়েছন দিগ্গজ দের। সেই রাজ্যের রাজধানী তিরুবন্ত পুরম থেকে বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন সাধারণ এক সবজি বিক্রেতা গিরিজা দেবী। তিনি শাসক দল বাম প্রার্থীদের সহ কংগ্রেসের প্রার্থীকেও হারিয়ে জয়ী হয়েছেন। এই দিন সেই রাজ্য বিজেপির নেতাদের মতে, সাধারণ মানুষকেও মানুষের হয়ে কাজ করার সুযোগ একমাত্র বিজেপিই করে দেয়।
আরো পড়ুন :- সদলবলে অমিত শাহের সভার উদেশ্যে রওনা তৃণমুল বিধায়কের : সূত্র
প্রসঙ্গত কেরলের তিরুবনন্তপুরমে নির্বাচনে জয়ী হয়ে বিজেপির প্রার্থী সাধারণ সবজি বিক্রেতা গিরিজা দেবী এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। অন্য দিকে কোচি আর থিসুরের ফলাফল ত্রিশঙ্কু হয়েছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।
Highlights
1. সবজি বিক্রেতাকে প্রার্থী করে বাজিমাত বিজেপির !
2. বিজেপির প্রার্থী সাধারণ সবজি বিক্রেতা গিরিজা দেবী
#BJP #Left