Bangla News Dunia, Pallab : বর্তমান দিনে দাঁড়িয়ে সবাই ভালো প্রিপেইড প্ল্যানের খোঁজ করে। তবে যাদের ডেটা কম দরকার হয়, কিন্তু আনলিমিটেড কল এবং এসএমএস-এর সুবিধা লাগে, তাদের জন্য এমন কিছু প্ল্যান রয়েছে, যেগুলি একেবারে সোনায় সোহাগা। আর ঠিক গ্রাহকদের কথা মাথায় রেখে এয়ারটেল (Airtel Plan) নিয়ে এসেছে ১৮৯ টাকায় ২১ দিনের আনলিমিটেড কলিং, সঙ্গে একগুচ্ছ সুবিধার প্ল্যান।
আরও পড়ুন : ৮ আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ! চালু রাখতে এই কাজ করুন
কি থাকছে ১৮৯ টাকার প্ল্যানে?
এয়ারটেলের নতুন ১৮৯ টাকার রিচার্জ প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং-এর সুবিধা, ১ জিবি ইন্টারনেট, ৩০০টি এসএমএস এবং ২১ দিনের ভ্যালিডিটি।
আর এই প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা শুধুমাত্র ফোনে কথা বলার জন্য রিচার্জ করেন। চ্যাটিং, গেমিং, ভিডিও এসবের থেকে দূরে থাকেন। অর্থাৎ, বেশি পরিমাণে ডেটা দরকার হয় না।
আর এই প্ল্যানটি মূলত বয়স্ক নাগরিকদের জন্য সেরা। কারণ অনেক প্রবীণ মানুষ রয়েছে, যারা স্মার্টফোন ব্যবহার করেন শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তাদের প্রয়োজন পড়ে না কোনো হাই স্পিড ইন্টারনেট বা ওটিটি অ্যাপের। তাই তাদের জন্য ১৮৯ টাকার প্ল্যানটি একেবারে সেরা বিকল্প।
এয়ারটেলের ওটিটি প্ল্যান
তবে যারা একটু বেশি ফিচার উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে এয়ারটেলের আরো দুর্দান্ত তিনটি প্ল্যান। সেগুলি হল—
- ২৭৯ টাকার প্ল্যান, যেটিতে ইন্টারনেট, কলিং এবং এসএমএসের পাশাপাশি Netflix, JioCinema সহ হ আরো ২৫টি অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে।
- ৫৯৮ টাকার প্ল্যান, যেটিতে অতিরিক্ত ডেটা এবং ওটিটি অ্যাক্সেস হিসেবে Zee5, SonyLiv, Hoicho-এর সাবস্ক্রিপশন মিলবে।
- ১৭২৯ টাকার প্ল্যান, যেটি Netflix, Lionsgate Play-এর সাবস্ক্রিপশন দিচ্ছে।
আরও পড়ুন : হার্টের সমস্যার ক্ষেত্রে সেরা হোমিওপ্যাথি চিকিৎসা !