সবার অ্যাকাউন্টে 33,000 টাকা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। আজই আবেদন জমা করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্যই বিভিন্ন প্রকল্প (Government Scheme) রূপায়ণ করেছেন। যার মধ্যে বেশ কিছু প্রকল্প ছাত্র-ছাত্রীদের জন্যও নির্মাণ করা হয়েছে। তেমনি একটি বিশেষ প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার দিচ্ছে ৩৩,০০০ টাকা।‌ অবাক হচ্ছেন? এই প্রকল্পে আবেদন করলে টাকা আসবে আপনার অ্যাকাউন্টেও। তাহলে আর দেরি না করে চটপট নিজের আবেদন জমা করুন। ‌আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। ‌

Government Scheme Aikyashree Scholarship

বর্তমানে রাজ্য সরকার (WB Government) সামাজিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া অনগ্রসর, তফশিলি জাতিগুলির জন্য বিশেষ প্রকল্প চালু করেছেন। আজকে তার মধ্যে একটি বিশেষ স্কলারশিপ সম্পর্কে আমাদের আলোচনা। আর সেই বিশেষ স্কলারশিপ হলো ঐক্যশ্রী প্রকল্প। রাজ্য সরকারের যে প্রকল্পটি আর্থিক ভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করাই হলো মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

পশ্চিমবঙ্গের ঐক্যশ্রী প্রকল্পের সূচনা

২০১৯-২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঐক্যশ্রী প্রকল্পটি চালু করে। এই প্রকল্পে ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ৩৩ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপের সাহায্য পাবেন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন শিক্ষার্থীরা। তাঁদের সরাসরি আবেদন করতে হবে ওয়েবসাইটে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্নপূরণ করা হল সরকারের প্রধান উদ্দেশ্য।

প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্যতা কী কী?

১) রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপে কেবল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২) স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর রাখতে হবে। ৩) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ৪) আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ টাকার মধ্যে।

প্রকল্পের আবেদন করবেন কিভাবে?

রাজ্য সরকারের ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আপনাকে সরাসরি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিন। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য আপলোড করুন। সাবমিট করুন আপনার ব্যক্তিগত নথি। তারপর সরাসরি আপনার অ্যাপ্লিকেশন অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করে দিতে হবে। আপনার আবেদন যদি যোগ্য প্রমাণিত হয় তবে আপনিও এই স্কলারশিপের সুবিধা পাবেন।

উপসংহার: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপের সুবিধা প্রদান করে। তাই আপনি যদি সংখ্যালঘু শিক্ষার্থী হয়ে থাকেন তবেই এই প্রকল্পের সুবিধা পাবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন:- সিমেন্টের দাম বাড়বে, কবে থেকে কত বাড়বে জেনে নিন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন