সব কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে মমতা ! জানুন কবে পাবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় খবর! প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে রাজ্য সরকার বাংলা শস্য বিমা (BSB) প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান করছে।সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির কারণে কৃষকদের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে ৩৫১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে, যা ৯ লক্ষেরও বেশি কৃষকের কাছে পৌঁছাবে।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ক্ষতি

গত বছরের অক্টোবর মাসে ‘ডানা’ ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাষীরা বড় ক্ষতির সম্মুখীন হন।

বিশেষত, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের ধানচাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, অতিবৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার ফলে আরও কয়েকটি জেলার কৃষকরা চরম দুরবস্থার মধ্যে পড়েন।

বাংলা শস্য বিমা: দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার সুবিধা

রাজ্যের কৃষকদের সুরক্ষা দিতে সরকার বাংলা শস্য বিমা চালু করেছে, যার মাধ্যমে ফসলের ক্ষতির ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যায়।

কৃষি দপ্তরের মতে, এই প্রকল্পে বর্তমানে ৭১ লক্ষ ৯৮ হাজার কৃষক নথিভুক্ত আছেন, যার মধ্যে ১২ লক্ষ ১৩ হাজার কৃষক আলু চাষ করেন।

এবার থেকে আলু ও আখ চাষীদের জন্য বিমার প্রিমিয়াম সম্পূর্ণ মকুব করা হয়েছে। ২০১৯ সালে যখন এই প্রকল্প শুরু হয়, তখন শুধু ধান ও অন্যান্য ফসলের জন্য প্রিমিয়াম মকুব ছিল, কিন্তু এবার সমস্ত প্রধান ফসলকেই এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন