Bangla News Dunia, Pallab : এবারের বাজেট কৃষি খাতে বড়সড় পরিবর্তন এনেছে, যার মধ্যে কিসান ক্রেডিট কার্ডের ঋণসীমা বৃদ্ধি এবং নতুন প্রকল্প চালুর ঘোষণা বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে কৃষকদের একাংশ মনে করছেন, বাজেটে মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হয়নি।
কৃষি ঋণের নতুন সুযোগ: কিসান ক্রেডিট কার্ডে বাড়তি সুবিধা
কৃষকদের ঋণ সহায়তা আরও সহজ করতে কিসান ক্রেডিট কার্ডের (KCC) ঋণসীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন
এই পরিবর্তন ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য বড় সুবিধা হয়ে উঠতে পারে, কারণ তাঁরা সহজ শর্তে বেশি ঋণ নিতে পারবেন এবং চাষের খরচ সামলাতে পারবেন।
নতুন প্রকল্প: প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা
সরকার নতুন একটি কৃষি প্রকল্প ঘোষণা করেছে, যার নাম প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা।
এই প্রকল্পের লক্ষ্য—
1) আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার
2) জল সংরক্ষণ ও সেচব্যবস্থার উন্নয়ন
3) কৃষি পরিকাঠামো মজবুত করা
সরকারের দাবি, এই প্রকল্প থেকে প্রায় ১.৭ কোটি কৃষক উপকৃত হবেন এবং তাঁদের উৎপাদন ক্ষমতা বাড়বে।
ডাল উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নতুন পরিকল্পনা
দেশে ডালের চাহিদা মেটাতে সরকার আগামী ছয় বছরের জন্য বিশেষ নীতি ঘোষণা করেছে, যার ফলে দেশীয় উৎপাদন বাড়ানো হবে এবং আমদানি কমিয়ে আনা হবে। এই পদক্ষেপের ফলে ভারত কৃষি ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।