সব চিটফান্ডের টাকা ফেরত , শীঘ্রই নামের লিস্ট ডাউনলোড করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বিগত বেশ কয়েক দর্শক ধরে চিটফান্ড (Chitfund) কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ তাদের উপার্জিত অর্থ হারিয়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন বহু পরিবার। তবে এইবার হাইকোর্টের নির্দেশে বিনিয়োগকারীরা আশার আলো দেখছেন। হ্যাঁ চিট ফান্ড কোম্পানি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই।

এখন আপনিও যদি কোন চিটফান্ড
কোম্পানিতে টাকা দিয়ে প্রতারিত হয়ে থাকেন, তাহলে কীভাবে টাকা পাবেন জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে কয়েকটি চিটফান্ড কোম্পানি তাদের সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি হল-

১। রোজভ্যালি গ্রুপ

২। অ্যালকেমিস্ট গ্রুপ

৩। এমপিএস গ্রুপ

৪। পৈলান গ্রুপ

৫। ভিবজিওর গ্রুপ

৬। ওয়ারিস ফাইনাল গ্রুপ

যদি আপনি এই (Chitfund) কোম্পানীগুলোর মধ্যে কোন‌ও একটি কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন তাহলে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।

চিটফান্ডের ( Chitfund) টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় নথি

পরিচয় পত্র- আবেদনকারীকে পরিচয় পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড দিতে হবে।

ব্যাঙ্কের পাস বই- যার মাধ্যমে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন।

চিটফান্ড সংক্রান্ত কাগজপত্র- টাকা জামার রসিদ ও চুক্তিপত্র যেগুলো প্রমাণ করবে আপনি সত্যি বিনিয়োগ করেছিলেন।

আরও পড়ুন : এই আবহাওয়ায় কেন খাবেন ডাঁটা ? জানুন বিস্তারিত

অন্য কোনও বৈধ নথি- আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিছু নথির দরকার পড়তে পারে।

টাকা ফেরত এর জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট কতগুলি ধাপ অনুসরণ করতে হতে পারে।

টাকা ফেরত পাওয়ার জন্য ওয়েবসাইটে যান। প্রতিটি চিটফান্ড কোম্পানির জন্য আলাদা আলাদা ভাবে আবেদন পত্র রয়েছে, অনলাইনে সেই ফর্ম পূরণ করে সঠিক তথ্য প্রদান করুন ও গুরুত্বপূর্ণ সব নথি আপলোড করে আবেদন জমা দিন।

পুরো প্রক্রিয়াটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। আবেদন সফলভাবে সম্পন্ন হলে একটি রসিদ পাবেন যা রেখে দিন কারণ ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আপনার স্ট্যাটাস চেক করুন।

আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন