মধ্যপ্রদেশের খাজুরাহোর জবরি মন্দিরে ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির সময় করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের মুখে পড়েছেন ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই। তাঁর বিরুদ্ধে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের’ অভিযোগ উঠতেই বৃহস্পতিবার নিজের অবস্থান স্পষ্ট করে বিচারপতি গাভাই বলেন, তাঁর মন্তব্য বিকৃতভাবে ছড়ানো হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সব ধর্মকেই সম্মান করেন।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন শীর্ষ আদালতে (Supreme Court) খাজুরাহোর মন্দিরে সাত ফুট উঁচু বিষ্ণুমূর্তির পুনর্নির্মাণ ও পুনর্স্থাপনের আর্জি নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। ওইদিন প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে জানায়, এই বিষয়টি প্রত্নতত্ত্ব দপ্তরের (এএসআই) আওতায় পড়ে। এরপরই প্রধান বিচারপতি আবেদনকারীর উদ্দেশে রসিকতার সুরে বলেন, ‘আপনি যখন বিষ্ণুভক্ত, তখন আপনিই তাঁকে বলুন না কিছু করতে।!’ তিনি আরও পরামর্শ দেন, চাইলে আবেদনকারী শিব মন্দিরে পুজো দিতে পারেন। কারণ, খাজুরাহোতে একটি বিরাট শিবলিঙ্গও রয়েছে।
এই মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। অনেকে অভিযোগ করেন, এতে নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। কয়েকটি সংগঠন এমনকি প্রধান বিচারপতির অপসারণের দাবিও তোলে। বিশ্ব হিন্দু পরিষদের প্রধান অলোক কুমার সতর্ক করে বলেন, ‘আদালতকক্ষে কথা বলার ক্ষেত্রে সংযম দরকার।’
তবে প্রধান বিচারপতির পাশে দাঁড়িয়েছেন প্রবীণ আইনজীবীরা। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আজকাল সামান্য কথাও সমাজমাধ্যমে অতিরঞ্জিত প্রতিক্রিয়া সৃষ্টি করে।’ সোশ্যাল মিডিয়াকে ‘পাগলা ঘোড়া’ বলে অভিহিত করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল।
অন্যদিকে তীব্র বিতর্কের প্রেক্ষিতে প্রধান বিচারপতি গাভাই ফের স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর কথার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। তাঁর কথায়, ‘আমি সব ধর্মকেই শ্রদ্ধা করি।’