সমতলে আগুনের হলকা, পাহাড়ে ধারাস্নান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সমতলে আগুনের হলকা, পাহাড়ে ধারাস্নান। চৈত্রমাসে গ্রীষ্মকালের এই বৈপরীত্য ভরা ছবিতে অস্বস্তিতে বাংলা। শুরু থেকেই গ্রীষ্ম চালিয়ে খেলছে। অনেকটা আইপিএলের ধরনে। বিদায়ী অর্থবর্ষের অন্তিম লগ্নে তপ্ত দিন, তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ৷

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

আজ, রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি দুই 24 পরগনা,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। হট-ডে বা তপ্ত দিনের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে এরই মধ্যে অল্প হলেও স্বস্তির একটা খবর আছে। সামান্য হলেও তাপমাত্রা কমার একটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতর তার পূর্বাভাসে দিয়েছে। তবে ঈদের কাটবে যথেষ্ট গরমে।

পরশু, পয়লা এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী 3-4 দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ আগামী 4-5 দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন