Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বাস্তু আমাদের জীবনে বিশেষ প্রভাব ফেলে। এই কারণেই মানুষ যখন নতুন বাড়ি তৈরী করে তখন সর্বপ্রথম বাস্তু মেনে পুজো করা হয়। এছাড়াও মানুষ যখন গৃহ প্রবেশ করে তখন বাস্তু শাস্ত্র মেনেই গৃহ প্রবেশ করা হয়। যাতে করে বাস্তুতা কোনো দোষ পাওয়া না যায়। বাস্তু দোষ মানুষের আর্থিক সংকটের কারণ হতে পারে। তবে বাস্তুর কিছু সহীহ নিয়মের মাধ্যমে এই দোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
অনেক সময় দেখতে পাওয়া যায় মানুষ অনেক পরিশ্রম করে কিন্তু সেই তুলনায় ফল পায়না। আবার অনেক সময় অর্থ উপার্জন তো হয় কিন্তু সেই অর্থ থাকেনা অথাৎ সঞ্চয় হয়না। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য বাস্তু শাস্ত্রে কিছু টোটকার উল্লেখ রয়েছে যা পালনের মাধ্যমে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক বাস্তুর এই সহজ টোটকা গুলি।
আরো পড়ুন :- জীবনের প্রতি পদে বাঁধা ? এই টোটকা মেনে কাটিয়ে উঠুন সমস্যা
১. যেখানে টাকা রাখেন সেই জাগাটা সবসময় বন্ধ রাখুন।
২. আপনার অর্থ সঞ্চয় ভাগ্য প্রভাবিত করে বাড়ির জল নিকাশি ব্যবস্থা। বাড়ির জল নিকাশি ব্যবস্থা সর্বদা বাড়ির উত্তর – পূর্ব দিকে রাখুন।
৩. বেশিরভাগ মানুষই প্যান্টের পিছনের পকেটে টাকা রাখেন। বাস্তু মতে , সঞ্চয়ের পরিমান বাড়াতে এই অভ্যাস ত্যাগ করুন।
৪. দক্ষিণ দিকে পিছন করে আলমারি রাখুন , এতে অর্থ ভাগ্য ভালো হয়।
৫. বাড়িতে শোবার ঘরে তামা বা পিতলের পাত্রে জল রাখুন। এর ফলে আর্থিক উন্নতি ঘটে।
৬. বাড়ির কল থেকে ক্রমাগত জল পড়া আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। এটি দ্রুত এই সমস্যা ঠিক করুন।
আরো পড়ুন :- মঙ্গলবার জন্মানো মানুষরা কেমন হয় জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)