Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সমস্যা সবার জীবনেই থাকে। ব্যক্তিগত জীবন থেকে, কর্মক্ষেত্র সমস্যা কিছু না কিছু থেকেই যায়। তবে অনেকের জীবনে সমস্যা বেশি, আবার অনেকের জীবনে সমস্যা কম। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু সাধারণ টোটকা ব্যবহার করে সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি নানা ধরনের টেনশন থাকে, তাহলে এই টপিক আপনার জন্যই। মাত্র এক গ্লাস জলের সাহায্যে চট জলদি সব সমস্যা সমাধান করা যায়, তার উপায় জেনে নিন —–
১. কেউ যদি মানসিক অসুস্থতার ভোগেন, বা কোনও কাজ করার ইচ্ছে বোধ না করেন তাহলে রাতে শোওয়ার একটা গ্লাসে জল ভর্তি করে নিন। খাটের নীচে এই জল ভর্তি গ্লাসটা রেখে দিন। সকালে উঠে এই গ্লাসের জল টয়লেটে বা নর্দমায় ফেলে দিন। টানা ৭ দিন এই কাজ করুন। এর ফলে সব নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। আপনার মধ্যে থেকে নেগেটিভ এনার্জি সরে যাওয়ায় মানসিক অসুস্থতাও ধীরে ধীরে কেটে যাবে।
২. বিবাহিত দম্পতির সম্পর্কে যদি তিক্ততার সৃষ্টি হয়, এই সমস্যা দূর করতে জলের টোটকা ব্যবহার করা যায়। যখন বৃষ্টি পড়বে, একটা গ্লাস বৃষ্টির জলে ভরে নিন। এই গ্লাস শোবার ঘরে রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থেকে যাবতীয় তিক্ততা ও ভুল বোঝাবুঝি দূর করার জন্য আবেদন করুন। এমন করলে বিবাহিত সম্পর্ক সুখ ও ভালোবাসা বাড়বে।
৩. পরিবারের নানা সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না? পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটাতে পারছেন না? সকালে ঘুম থেকে প্রাতঃকৃত্য সেরে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা গ্লাসের মধ্যে গঙ্গাজল ভরে নিন। এরপর ২৪ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এই জল গোটা বাড়িতে ভালো করে ছড়িয়ে দিন। টানা ৭ দিন এই কাজ করুন। প্রচলিত বিশ্বাস অনুসারে এর ফলে পরিবারের সমস্ত সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল