Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাস্তু মতে লাফিং বুদ্ধার বিশেষ গুরুত্ব রয়েছে। চিনা বাস্তু শাস্ত্র অর্থাৎ ফেঙ্গশুই মতে বিভিন্ন ধরনের লাফিং বুদ্ধা রাখলে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং সুখ, সমৃদ্ধি ও ধন, সম্পদের আগমন ঘটে। ব্যক্তির সমস্ত ধরনের মনোস্কামনা পূর্ণ হয়। বিভিন্ন ধরনের লাফিং বুদ্ধা এবং তাঁদের প্রভাব সম্পর্কে জানানো হল—
১. যাদের বাড়ি ও কর্মক্ষেত্রে আর্থিক মন্দা থাকে, উন্নতির পথে বাধা আসে, তাঁরা দুই হাত ওপরে তুলে রাখা লাফিং বুদ্ধার মূর্তি বাড়ি ও কর্মক্ষেত্রে রাখতে পারেন। উন্নতির পথ প্রশস্ত হয়।
২. দুর্ভাগ্য পিছু না-ছাড়লে বাড়িতে শুয়ে রাখা লাফিং বুদ্ধা রাখা উচিত। জীবনে আনন্দের আগমন ঘটে এবং সৌভাগ্য বৃদ্ধি সম্ভব হয়।
৩. জীবনে অর্থাভাব থাকলে ও কর্মক্ষেত্রে এবং ব্যবসায় আর্থিক লোকসান হতে থাকলে টাকার পুটলি হাতে নিয়ে রাখা লাফিং বুদ্ধা বাড়ি ও অফিসে রাখা উচিত। এর প্রভাবে অর্থাভাব দূর হয়।
৪. সন্তান সুখ থেকে বঞ্চিত হলে এই লাফিং বুদ্ধার মূর্তি বাড়িতে রাখা উচিত। সন্তান সুখ লাভ করা যাবে এবং সুখ-সমৃদ্ধি ও উন্নতি হবে। ব্যক্তির সমস্ত মনোস্কামনা পূরণ করে বাচ্চাদের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধা।
৫. ব্যবসায় উন্নতি লাভের জনক ব্যাগ নেওয়া লাফিং বুদ্ধার মূর্তি রাখা উচিত। বাড়িতে এমন বুদ্ধার মূর্তি রাখলে কুনজর ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
৬. বাড়িতে সব সময় হতাশা থাকলে হাসিমুখের লাফিং বুদ্ধার মূর্তি রাখা উচিত। বাড়িতে সুখ-শান্তি বিরাজ করবে এবং পরিবেশ থাকবে হাসিখুশি।
৭. মানসিক কষ্টে থাকলে অশান্তি থাকলে ধ্যান মুদ্রায় বসে থাকা লাফিং বুদ্ধার মূর্তি রাখা উচিত। এর ফলে মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন এবং অবসাদ মুক্তি সম্ভব হবে।
৮. পরিবারে আনন্দের অভাব থাকলে, ব্যবসায় আর্থিক লাভ না-হলে, অশান্তি থাকলে, সেখানে কয়েন ও পাখা নেওয়া লাফিং বুদ্ধার মূর্তি রাখা উচিত।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল