‘সমস্যা হলে পিসরুমে ফোন করবেন,’ আক্রান্ত পরিবার গুলিকে বললেন রাজ্যপাল

By Bangla News Dunia Dinesh

Published on:

cv ananda bose

Bangla News Dunia, Pallab : অশান্তির আবহে শনিবার সকালে মুর্শিদাবাদ (Murshidabad) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। দেখা করলেন নিহত বৃদ্ধ ও তাঁর ছেলের পরিবারের সঙ্গে। শুনলেন তাঁদের কথা। রাজ্যপালকে দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়ল নিহতের পরিবার। পাশাপাশি ঘরছাড়ারা জানালেন তাঁদের এখনও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। সবটা শুনে অসহায় মানুষগুলিকে সিভি আনন্দ বোস আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের পিস রুমের নম্বর দিয়ে যাব। যদি কোনও সমস্যা মনে হয় তাহলে সেই নম্বরে ফোন করে জানাবেন।’

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

নিপীড়িত মানুষদের পাশে নিয়ে রাজ্যপাল বলেন,  ‘এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে। ফোন নম্বর দেওয়া রইল। প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘শান্তি ফেরানোই মূল লক্ষ্য। তাতে জোর দিতে হবে। আর এর জন্য রাজ্য সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ করা।’

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের অনেক বাসিন্দা গঙ্গা পার করে চলে এসেছিলেন মালদাতে। সেখানে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন ক্যাম্পে। গতকাল মালদায় গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। এদিন তিনি যান মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ানেও। অন্যদিকে, রাজ্যপাল ধুলিয়ান থেকেই বেড়িয়ে যেতেই পুলিশকে (police) দেখে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ রাজ্যপালের সঙ্গে পুলিশের কারণেই তাঁরা দেখা করতে পারেননি। যদিও পুলিশের বক্তব্য, রাজ্যপালের সফরসূচি তাঁরা তৈরি করেন না। রাজ্যপাল কোথায় দাঁড়াবেন আর কোথায় দাঁড়াবেন না, তা তাঁদের জানার কথা নয়।

আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন