‘সমাজের মূলস্রোতে ফিরে আসুন’, নকশালপন্থীদের অস্ত্রসমর্পণের বার্তা শাহ-র

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নকশালপন্থীদের অস্ত্রসমর্পণ করে জীবনের মুল স্রোতে ফিরে আসার আহ্বান জানালেন অমিত শা। শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন শা। সেখানে তিনি নকশালদের ভাই বলেও সম্বোধন করেন। তিনি বলেন,‘নকশাল ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা অস্ত্রসমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে আসুন।’

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালদের মুছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র, এই কথাও এদিন স্পষ্ট করে দেন তিনি। শা জানান, অস্ত্র দিয়ে বস্তারে জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়ন ঠেকিয়ে রাখা যাবে না। তিনি এদিন স্পষ্ট ভাষায় বলেন, বস্তারে গুলি চলা, বোমাবাজির দিন শেষের পথে। তবে কোনও নকশাল যদি আত্মসমর্পন করে,তাঁকে কেন্দ্র এবং রাজ্য সরকার সম্পূর্ণ নিরাপত্তা দেবে বলেও এদিন জানিয়েছেন তিনি।

শুধু তাই নয় নকশালদের নিজেদের লোক বলেও এদিন সম্বোধন করতে শোনা যায় শা-কে। তিনি বলেন, ‘আপনারা আমাদের নিজের লোক। যখন কোনও নকশাল মারা যায়, আমরা কেউই কিন্তু খুশি হই না।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন