সমালোচনায় পিছু হঠল পুলিশ ! কসবা কাণ্ডের তদন্ত থেকে সরানো হল ‘লাথি’ মারায় অভিযুক্ত এসআইকে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কসবা কাণ্ডে (Kasba Case) অভিযুক্ত সাব ইনস্পেক্টর (এসআই) রিটন দাসকে তদন্তকারী অফিসারের দায়িত্ব থেকে সরানো হল। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই। লালবাজার সূত্রে খবর, কসবার ঘটনার তদন্ত করবেন এসআই সঞ্জয় সিংহ। আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই রিটন দাসকে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

গত বুধবার কসবায় চাকরিহারাদের (SSC 2016) ডিআই অফিস অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ লাঠিচার্জ করে। চাকরিহারা এক আন্দোলনকারীকে লাথি মারতে দেখা গিয়েছিল এসআই রিটন দাসকে। এনিয়ে একটি ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সামনে আসে। পরে ওই দিনের ঘটনার তদন্তকারী অফিসার (আইও) হিসাবে নিযুক্ত হন সেই রিটনই। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এসবের মাঝে শুক্রবার জানা গেল, প্রথমে রিটনকে দায়িত্ব দেওয়া হলেও পরে কসবাকাণ্ডের তদন্তকারী অফিসার বদলে দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সঞ্জয়কে।

বুধবার কসবায় চাকরিচ্যুত শিক্ষকরা ডিআই অফিসে জোর করে প্রবেশের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এছাড়া পুলিশের দাবি, তাঁরা আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এরপরই পুলিশ বেধড়ক মারধর করে চাকরিহারাদের। কাউকে লাঠিপেটা করা হয়, কাউকে লাথি মারা হয়। কাউকে আবার হিড়হিড় করে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কসবার ঘটনার পর ডিআই নিজে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে যে এফআইআর হয়েছিল, তার তদন্তের দায়িত্বে প্রথমে রাখা হয়েছিল রিটনকে। সেই খবর প্রকাশ্যে আসতে সমালোচনার ঝড় ওঠে। পরেই জানা যায়, প্রথমে রিটনকে দায়িত্ব দেওয়া হলেও পরে তাঁকে সরানো হয়েছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন