সমুদ্রের ওপারেও মিলবে হাইস্পীড ইন্টারনেট , উদ্যোগ মোদী সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সমুদ্রের ওপারেও মিলবে হাইস্পীড ইন্টারনেট। এবার থেকে আর আন্দামান ভ্রমণে এগিয়ে ইন্টারনেটের অভাবজনিত সমস্যায় পড়তে হবে না ভ্রমণপিপাসুদের। চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার অব্দি ২ হাজার ৩০০ কিলোমিটার বিস্তৃত অপ্টিকাল কেবল ফাইবার বসানো হলো সমুদ্রের নিচে। যার মাধ্যমে, এবার থেকে আন্দামানেও ইন্টারনেট সুবিধা পাবেন ভ্রমণার্থি এবং স্থানীয় মানুষেরা। সোমবার একটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায়, পোর্ট ব্লেয়ারে ৪০০ গিগাবাইট প্রতি সেকেন্ড হিসাবে ইন্টারনেট পরিষেবা মিলবে। পোর্টব্লেয়ার ছাড়া অন্যান্য দ্বীপগুলিতে ২০০ গিগাবাইট প্রতি সেকেন্ড হিসেবে ইন্টারনেট দেওয়া হবে।

ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে বৃদ্ধির হার সর্বোচ্চ

প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত করতে এখনো অব্দি ১ হাজার ২২৪ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। এরফলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের টেলিকম পরিষেবায় আরো উন্নতি ঘটবে। স্থানীয় মানুষেরা হাইস্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি পাবেন। এর ফলে ভ্রমণার্থীদের সমস্যা মিটবে। সাধারণ মানুষও উপকৃত হবেন।

এই প্রকল্পের আওতায় চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার অব্দি অপটিক্যাল কেবল ফাইবার লাইন পাঠানো হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে আবার স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামরতা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গ দ্বীপ সহ মোট ১২ টিম দ্বীপে ইন্টারনেটের বন্দোবস্ত করা হয়েছে। এই প্রকল্পের ফলে আন্দামানের পর্যটনশিল্পে আরও উন্নতি ঘটবে এবং কর্মসংস্থান বাড়বে বলে আশা করছেন প্রধানমন্ত্রী।

Highlights

1. সমুদ্রের ওপারেও মিলবে হাইস্পীড ইন্টারনেট

2. পর্যটনশিল্পে আরও উন্নতি ঘটবে

#হাইস্পীড ইন্টারনেট #আন্দামান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন