Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২ ভাই মিলেই ঘুরছিলেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে বালিতে ঘোরা আর সেখান থেকে নানা সময়ে বার্তা খুঁজে বেড়ানো তাঁদের ভালবাসা। সেদিন বড় ভাইয়ের নজরে না পড়লেও ছোট ভাইয়ের নজরে পড়ে জিনিসটা।
বালিতে আটকে ছিল সেটি। সবটা যে দেখা যাচ্ছিল এমনও নয়। একটা কাচের বোতল। কিছুটা অবাক হয়েই বোতলটি বালি থেকে বার করে হাতে তুলে নেন ছোট ভাই। তারপর নিজে কিছু না করে দাদাকে দেখান।
২ জনে তারপর ভাল করে পরীক্ষা করতে গিয়ে দেখেন কাচের বোতলটি ৭০-এর দশকের একটি পেপসির বোতল। যার ভিতরে একটি বার্তা রয়েছে। কৌতূহলের সঙ্গেই বোতলটি খুলে সেই বার্তা বার করে পড়েন ২ জনে।
দেখা যায় বার্তাটি লেখা হয়েছিল ১৯৭৬ সালে। যে লিখেছিল সে তখন মাত্র ১৪ বছরের বালক। পড়ত ম্যাসাচুসেটসের ওয়েস্ট নিউবারি-র একটি হাইস্কুলে। সেই সময় তার ওশিয়ানোগ্রাফি ক্লাস নিয়ে লেখাই ছিল ওই বোতলবন্দি বার্তায়।
সেটি সমুদ্রে ফেলা হয়েছিল সে সময়। উপকূলরক্ষী বাহিনী সেটি সমুদ্রে ছুঁড়ে দেয় ওই ছাত্রের হয়ে। সেই বোতল ৪৯ বছর ধরে সমুদ্রে ভেসে পৌঁছয় বাহামা দ্বীপপুঞ্জের একটি প্রত্যন্ত দ্বীপে।
এই ২ ভাই বিভিন্ন সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে পছন্দ করেন। তাঁরা এসে পৌঁছন এই সমুদ্র তীরে। সেখানেই তাঁরা বোতলটি পান। পরে এই বোতলের বার্তা লেখক পিটার থম্পসনকে তাঁরা খুঁজেও বার করেন। তবে পিটার কিন্তু মনে করতে পারেননি তিনি কবে এই বার্তা লিখে জলে ফেলেছিলেন।