সমুদ্রের রং নীল ছিলনা, নীলের আগে কি রং ছিল জানাল গবেষণা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সমুদ্রের কথা বললে, অনন্ত নীল সমুদ্রের কথাই মনে আসে। সমুদ্রের নীল জল এক অন্যই অনুভূতি প্রদান করে। সমুদ্রের জল নীল ছিল বলেই জানা। কিন্তু সমুদ্র কি সত্যিই নীল ছিল?

জাপানের একদল গবেষক অবশ্য দাবি করছেন, সমুদ্রের জল মোটেও সর্বদা নীল ছিলনা। প্রাচীনকালে সমুদ্রের জলের রং ছিল সবুজ। সে সময় কার্যত প্রাণ বলতে ছিল শৈবালের দাপট। নীল সবুজ শৈবাল।

জাপানের ওই গবেষকেরা জাপানেরই একটি আগ্নেয়গিরি দ্বীপের চারধারের জল দেখে ধারনা পান। সেখানে দ্বীপটির চারধারের জল সবুজ রংয়ের।

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

সেই জল পরীক্ষা করতে গিয়ে ক্রমে তাঁদের কাছে বিষয়টি পরিস্কার হয়। জটিল রসায়ন এই সবুজ রংয়ের ক্ষেত্রে বড় ভূমিকা সে সময় নিয়েছিল। সে সময় ক্রমে বদল হচ্ছিল সালোকসংশ্লেষ পদ্ধতির।

এটা এমন এক সময়ের কথা যখন অক্সিজেন ছাড়াই সালোকসংশ্লেষ হত এই পৃথিবীর বুকে। স্থলভাগ ছিল বটে, তবে তা ছিল পুরোটাই পাথুরে ধূসর বর্ণের। কোনও গাছপালা ছিলনা। এই উদ্ভিদ প্রাণ ছিল জলেই।

আরও পড়ুন:- কলকাতায় ভূমিকম্পের আশঙ্কা? পদে পদে সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ জানুন

সমুদ্রের রংয়ে সে সময়ে সমুদ্রের জলের রসায়ন এবং সালোকসংশ্লেষের পরিবর্তনশীল পরিস্থিতি এমনভাবে প্রভাব ফেলেছিল যে সমুদ্র ছিল সবুজ রংয়ের। মোটেও সেই সময় সমুদ্রের জলে নীলের ছোঁয়া পাওয়া যেত না।

নেচার পত্রিকায় এই সমুদ্রের জলের রং একসময় সবুজ থাকার বিষয়টি প্রকাশিত হয়েছে। অবশ্যই যা পৃথিবীর ক্রম বিন্যাসের যে সরণী তার একটি নতুন দিক উন্মোচিত করল।

আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন