সমুদ্র কাপিয়ে আসবে পরবর্তী ঘূর্ণিঝড় ! হয়ে গেল নামকরণ ” গুলাব “

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সমুদ্র কাপিয়ে আসবে পরবর্তী ঘূর্ণিঝড়। কিন্তু কোন সাগর ? তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ এশিয়ার পরবর্তী সাইক্লোনের জন্মই এখনও হয়নি। তবে নামকরণ শেষ। গুলাব নামের এই সাইক্লোন আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর থেকে উঠে আসবে। এর নাম রেখেছে পাকিস্তান। উর্দু, পারসি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ। সেই গোলাপ ঝড় ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলংকা , মায়ানমার , মালদ্বীপ , থাইল্যান্ড ও সংলগ্ন কিছু উপকূলীয় দেশ যেকোন দিকটি বেছে নেবে তা নির্ভর করছে প্রকৃতির উপরে।

ইয়াস ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভারত, বাংলাদেশ, মায়ানমার এর উপকূল এলাকায়। বঙ্গোপসাগর, আন্দামান সাগর মিশ্রিত এই এলাকা থেকে ইয়াস মুখ ঘোরায় ভারতের দিকে। এর প্রভাবে ভারত ও  বাংলাদেশের উপকূল এলাকায় জলোচ্ছাস শুরু হয়েছে। গুলাব কি সুপার সাইক্লোন হবে ? আবহাওয়া বিশেষজ্ঞদের মতামত , পরিস্থিতি বিচার করে বলা সম্ভব। কারণ, মনে করা হচ্ছিল ইয়াস ভারত ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। কিন্তু গতিমুখ বদলে ইয়াস ভারতের উপকূলকেই বেছে নিয়েছে। পরবর্তী গুলাব তাই কোন দিকে যাবে সেটি নির্ভর করছে তার প্রকৃতি ও মর্জির উপর।

পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ইয়াস ঘূর্ণিঝড়ের মূল আঘাত হবে ওডিশার উপকূলে। আর এর প্রভাবে বঙ্গোপসাগরের দুই পারের দুই দেশের উপকূলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষ জলমগ্ন। দুই দেশের উপকূলরক্ষী, নৌ বাহিনি, বিপর্যয়-দুর্যোগ মোকাবিলা বিভাগ প্রতিবারের মতো এবারও সাইক্লোন মোকাবিলায় নেমেছে।

পাকিস্তান আবহাওয়া বিভাগও ইয়াস গতিবিধি নজর রেখে চলেছে। অতি সম্প্রতি আরব সাগরে তউকতে ঝড়ের তাণ্ডবের সাক্ষী ভারতের পশ্চিম উপকূল। সাগরের অন্যদিকে পাকিস্তানের উপকূলেও প্রভাব পড়ে।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “
বিশেষ বিজ্ঞপ্তি :- সারা দেশ জুড়ে অব্যাহত করোনা সংক্রমন। এই পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না , সচেতন হোন। মাস্ক ব্যবহার করুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজের সময় এলে ভ্যাকসিন নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন