Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সমুদ্র কাপিয়ে আসবে পরবর্তী ঘূর্ণিঝড়। কিন্তু কোন সাগর ? তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ এশিয়ার পরবর্তী সাইক্লোনের জন্মই এখনও হয়নি। তবে নামকরণ শেষ। গুলাব নামের এই সাইক্লোন আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর থেকে উঠে আসবে। এর নাম রেখেছে পাকিস্তান। উর্দু, পারসি, হিন্দিতে গুলাব অর্থাৎ গোলাপ। সেই গোলাপ ঝড় ভারত , পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলংকা , মায়ানমার , মালদ্বীপ , থাইল্যান্ড ও সংলগ্ন কিছু উপকূলীয় দেশ যেকোন দিকটি বেছে নেবে তা নির্ভর করছে প্রকৃতির উপরে।
ইয়াস ঘূর্ণিঝড়ের কেন্দ্র ভারত, বাংলাদেশ, মায়ানমার এর উপকূল এলাকায়। বঙ্গোপসাগর, আন্দামান সাগর মিশ্রিত এই এলাকা থেকে ইয়াস মুখ ঘোরায় ভারতের দিকে। এর প্রভাবে ভারত ও বাংলাদেশের উপকূল এলাকায় জলোচ্ছাস শুরু হয়েছে। গুলাব কি সুপার সাইক্লোন হবে ? আবহাওয়া বিশেষজ্ঞদের মতামত , পরিস্থিতি বিচার করে বলা সম্ভব। কারণ, মনে করা হচ্ছিল ইয়াস ভারত ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। কিন্তু গতিমুখ বদলে ইয়াস ভারতের উপকূলকেই বেছে নিয়েছে। পরবর্তী গুলাব তাই কোন দিকে যাবে সেটি নির্ভর করছে তার প্রকৃতি ও মর্জির উপর।
ইয়াস ঘূর্ণিঝড়ের মূল আঘাত হবে ওডিশার উপকূলে। আর এর প্রভাবে বঙ্গোপসাগরের দুই পারের দুই দেশের উপকূলীয় এলাকার লক্ষ লক্ষ মানুষ জলমগ্ন। দুই দেশের উপকূলরক্ষী, নৌ বাহিনি, বিপর্যয়-দুর্যোগ মোকাবিলা বিভাগ প্রতিবারের মতো এবারও সাইক্লোন মোকাবিলায় নেমেছে।