Bangla News Dunia, Pallab : চিন ও আমেরিকা ! বিশ্বের শক্তিধর দুই দেশ এবার যেন সম্মুখ সমরে! সম্প্রতি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছিল আমেরিকা। পালটা মার্কিন পণ্যের উপর শুল্ক চাপায় বেজিংও। এহেন পরিস্থিতিতে এবার কড়া বার্তা দিল চিন। জানিয়ে দিল, শুল্ক যুদ্ধ বলেই নয়, যে কোনও ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত তারা।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা
আমেরিকায় অবস্থিত চিনা দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে দাবি করা হয়েছে, ‘যদি আমেরিকা যুদ্ধ চায়, সেটা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ, অথবা অন্য যে কোনও ধরনের লড়াই, আমরা শেষপর্যন্ত লড়তে রাজি।’ ডোনাল্ড ট্রাম্প অভিযোগ জানিয়েছেন, চিন মার্কিন মুলুকে ফেন্টানাইল রপ্তানি রুখতে ব্যর্থ হয়েছে। যে রাসায়নকটি মাদক তৈরিতে ব্যবহৃত হয়। আর এর ওভারডোজের ফলে বহু মানুষের মৃত্যু হয় আমেরিকায়। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে চিন। চিনের বিদেশমন্ত্রকের পরিষ্কার দাবি, ”আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে, মার্কিন যুক্তরাষ্ট্র চিনের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে। এবং শুল্ক বৃদ্ধির মাধ্যমে চিনকে চাপ দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ওরা ওদের সাহায্য করার জন্য আমাদের শাস্তি দিচ্ছে!”
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
বেজিং সাফ জানিয়েছে, তাদের ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কোনও লাভ হবে না। বরং যে দেশ চিনের উপরে অতিরিক্ত চাপ দেবে, তারা আসলে হিসেবে গোলমাল করে ফেলছে বলেও খোঁচা দিচ্ছে জিনপিং প্রশাসন।
আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !