Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের একবারের জন্য DA বৃদ্ধি নিয়ে নতুন খবর। বর্তমান সময়ের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি যখন কর্মীদের বাড়তি সুবিধা দেওয়ার পথে হাটছে, তখন আরও ২% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি সাধারণ সরকারি কর্মীদের মুখে হাসি ফেলে দিয়েছে। এই বৃদ্ধি শুধুমাত্র চলতি বেতন কাঠামো অনুযায়ী DA এর হার বাড়াবে না, বরং আগের কয়েক মাসের বকেয়া হিসাবেও অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
২% ডিএ বৃদ্ধি ঘোষণা সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি
নতুন ২% হারে DA বৃদ্ধি কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে। তবে এর টাকা হাতে আসবে এপ্রিল মাসের বেতন থেকে, এবং পূর্ববর্তী তিন মাসের বকেয়া এক সঙ্গে দেওয়া হবে। আজকের এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের তরফে নেওয়া হয়েছে। উদাহরণ স্বরূপ, যার বেসিক বেতন ৩০,০০০, তার ২% বৃদ্ধি মানে ৬০০ অতিরিক্ত প্রতি মাসে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৮০০ বকেয়া + এপ্রিল থেকে নতুন হারে DA, এই হিসাবে মে মাসের বেতনে বড় পরিবর্তন দেখা যাবে।
আরও পড়ুন:- বন্ধ আটারি-ওয়াঘা বর্ডার, এখন সেখানে কী পরিস্থিতি ? জানুন
DA বৃদ্ধির মূল কারণ কী?
DA বা মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতির ভিত্তিতে নির্ধারিত হয়। প্রতি ছয় মাস অন্তর CPI (Consumer Price Index) বা ভোক্তা সূচকের উপর ভিত্তি করে DA সমন্বয় করা হয়। গত ছয় মাসে CPI বৃদ্ধি পেয়েছে ৩.২%, সাধারণ জীবন যাত্রার খরচ বেড়েছে প্রায় ৫ – ৬%, এই কারণেই সরকার DA বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে সকল রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বকেয়ার অর্থ কবে আসবে?
বকেয়ার অর্থ এপ্রিল মাসের বেতনের সঙ্গে সংযুক্ত হয়ে মে মাসে কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে। বেশ কিছু রাজ্য ইতিমধ্যেই বকেয়া প্রদান নিশ্চিত করেছে। বেসিক ২৫,০০০ – বকেয়া ১,৫০০, বেসিক ৩৫,০০০ – বকেয়া ২,১০০, বেসিক ৫০,০০০ – বকেয়া ৩,০০০। পশ্চিমবঙ্গ সরকার ইতি মধ্যেই DA নিয়ে নানা মামলায় যুক্ত। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত রাজ্য গুলিকেও চাপের মধ্যে ফেলেছে। অনেকেই এখন চাইছেন কেন্দ্রের সমান DA বৃদ্ধি হোক।
DA বৃদ্ধির ফলে শুধু সরকারি কর্মচারীরা নয়, বাজারেও এর প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। ভোক্তা খরচ কিছুটা বাড়বে, মধ্যবিত্তদের হাতে অতিরিক্ত টাকা আসবে, উৎসবের আগে অর্থনৈতিক গতি বৃদ্ধি পাবে। পেনশন ভোগীদের ক্ষেত্রেও এই ২% বৃদ্ধি প্রযোজ্য হবে। ফলে প্রায় ৬০ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। আর ধীরে ধীরে ফের একবারের জন্য উৎসবের মরশুম এগিয়ে আসছে, তাই অনেকেরই সুবিধা হবে।
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন