Bangla News Dunia, Pallab : মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। হোলি শীঘ্রই আসছে, তাই অনেকেই আশা করছেন যে সরকার উৎসবের আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে। এই বৃদ্ধির ফলে প্রায় ১.২ কোটি মানুষ উপকৃত হবেন। কিন্তু মূল প্রশ্ন হল যে ডিএ কত পরিমাণ বাড়বে? ডিআরও কি সমান তালে বাড়ার সম্ভাবনা রয়েছে?
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
এদিকে, ২০২৫ সালের জানুয়ারিতে, কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে, যা পরের বছর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের বেতন এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে। পুরানো ভাতা নতুন ভাতা দিয়ে প্রতিস্থাপন করার বিষয়েও আলোচনা চলছে, যা কর্মচারী এবং পেনশনভোগীদের আরও সুবিধা প্রদান করতে পারে।
ডিএ কত পরিমাণ বাড়তে পারে?
২০২৪ সালের ডিসেম্বরের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) তথ্যের উপর ভিত্তি করে, ডিএ প্রায় ২% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের উপর নির্ভর করবে। তারা বৃদ্ধি অনুমোদন করার পরে, আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
কখন ডিএ বাড়বে?
সরকার বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে – একবার জানুয়ারিতে এবং একবার জুলাইতে। যদি হোলির আগে ডিএ বাড়ানো হয়, তবে তা জানুয়ারি থেকে কার্যকর হবে। সরকার প্রায়শই মার্চ মাসে হোলির আশেপাশে বৃদ্ধির ঘোষণা করে উৎসবের আগে কর্মীদের অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য। জুলাই মাসে ডিএ বৃদ্ধি সাধারণত অক্টোবর বা নভেম্বরে দীপাবলির আশেপাশে হয়।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড