সরকার দিচ্ছে ৩ লক্ষ ঋণ ! সব টাকায় ভর্তূতি দেবে সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : এক রাজ্য সরকার ২০২৫ সালে একটি যুগান্তকারী প্রকল্প চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘রাজীব যুব বিকাশ’ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো এই রাজ্যের বেকার যুবক ও যুবতীদের স্বনির্ভর করে তোলা এবং তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা গড়ে তোলা যা এই প্রকল্পের মাধ্যমে সাধন হবে।

এই প্রকল্পের অধীনে, বেকার যুবক-যুবতীরা তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন, যার একটি উল্লেখযোগ্য অংশ সরকারী ভর্তুকি হিসেবে দেওয়া হবে। এই প্রকল্পটি এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার সমাজকে স্বাবলম্বী করতে বড় ভূমিকা পালন করবে। এক্ষেত্রে লোনের টাকা ফেরত দিতেও হবে না।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

এই প্রকল্পের মূল লক্ষ্য ও উপকারিতা কী :

সংশ্লিষ্ট রাজ্যের ‘রাজীব যুব বিকাশ’ প্রকল্পের মূল লক্ষ্য হল ওই রাজ্যের ৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করে আত্মনির্ভর করে গরে তোলা। যারা নিজস্ব স্টার্টআপ বা ছোট ব্যবসা শুরু করতে ইচ্ছুক কিন্তু পুঁজি না থাকার কারণে তা সম্ভব হচ্ছে না, এই প্রকল্প তাদের জন্য এক বিশাল সহায়তা। এক্ষেত্রে অতি সহজে ঋণ নিয়ে ভর্তুকিও পাবেন বিপুল।

জেনেনিন এই প্রকল্পের ঋণ ও ভর্তুকির পরিমাণ কত:

এই প্রকল্পের অধীনে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করা হবে: নিচে বিস্তারিত আলোচনা করা হল

  1. ক্যাটাগরি ১: এক্ষেত্রে সর্বোচ্চ ১ লক্ষ টাকা লোন, যেখানে সরকার ৮০% ভর্তুকি প্রদান করবে। অর্থাৎ, একজন প্রার্থীকে ১ লক্ষের মধ্যে মাত্র ২০ হাজার টাকা ফেরত দিতে হবে।
  2. ক্যাটাগরি ২:  এক্ষেত্রে ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার লোন দেওয়া হবে , যেখানে ৭০% ভর্তুকি দেওয়া হবে সরকার কর্তৃক।
  3. ক্যাটাগরি ৩: এক্ষেত্রে ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করা হবে , যেখানে ৬০% ভর্তুকি প্রদান করা হবে সরকার দ্বারা।

তবে এই ভর্তুকির ফলে প্রার্থীদের উপর আর্থিক চাপ অনেকটাই কমে যাবে এবং তারা সহজেই তাদের ব্যবসা শুরু করতে পারবেন।যা বেকার যুবক যুবতীদের জন্য মুখে হাসি ফুটাইবে।

আবেদন করতে যোগ্যতা ও আবশ্যক শর্তাবলী সমূহ :

এই প্রকল্পের জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে যা নিন্মরূপ আলোচিত

  • এক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • এই রাজ্যের গ্রামীণ অঞ্চলের প্রার্থীদের পরিবারের বার্ষিক আয় ১.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। শহরাঞ্চলের জন্য এই সীমা ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে ।
  • অবশ্যই আবেদনকারীর রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। রেশন কার্ড না থাকলে প্রার্থীকে বৈধ আয় সার্টিফিকেট জমা দিতে হবে।

এই স্কিমে মহিলাদের জন্য বিশেষ সুবিধা:

এই প্রকল্পে মহিলাদের জন্য মোট বাজেটের ২৫% সংরক্ষিত রয়েছে। বিশেষ করে বিধবা বা একক মহিলাদের জন্য এই প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তাই এই প্রকল্প নারীদের আত্মনির্ভর করে তুলতে সহায়তা করবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন