সরযূ নদীতে ভাসানো হয়েছে রামমন্দিরের প্রধান পুরোহিতের দেহ ! ভিডিও সামনে আসতেই শুরু শোরগোল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- গত ১২ ফেব্রুয়ারি প্রয়াত হন রামমন্দিরের (Ram Mandir) প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস। তাঁর মৃত্যুতে দেশেজুড়ে দেখা দিয়েছিল শোকের ছায়া। এবার মহন্ত সত্যেন্দ্র দাসের দেহ নিয়ে শুরু হল তুমুল হইচই। হিন্দু রীতি মেনে তাঁকে কোথাও দাহ করা হয়নি। এমনকি মাটিতে সমাধিও করা হয়নি। শুক্রবার তাঁর দেহ ভাসিয়ে দেওয়া হল জলে (Acharya Satyendra Das given Jal Samadhi)। ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল সর্বত্র।

আরো পড়ুন :- ৫০ টাকার এই নোট থাকলেই পাবেন ৭ লক্ষ টাকা, জানুন কীভাবে বিক্রি করবেন

গতকাল সাকেত নগরীর সরযূ নদীতে প্রয়াত সত্যেন্দ্র দাসের দেহ নৌকায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। যেভাবে দেহ ফেলা হয়, তা নিয়ে প্রথমে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন ওঠে দূষণ নিয়ে। যদিও এই ঘটনা নিয়ে অযোধ্যার সাধু-সন্তদের তরফে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে ‘এই প্রথা বহু প্রাচীন। এভাবেই সাধু-সন্তদের দেহ নদীতে ভাসানো হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন ঘটনা খুবই বিরল। কিন্তু এই পদ্ধতিতে কাউকে সমাধিস্থ করলে তাঁর আত্মা দ্রুত মোক্ষ লাভ করে। ভগবান শ্রীরামও এভাবেই সরযূ নদীতে বিলীন হয়ে গিয়েছিলেন।’

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে রামমন্দিরের প্রধান পুরোহিত পদে আসীন ছিলেন মহন্ত সত্যেন্দ্র দাস। শুরুর দিকে রামলালা যখন মন্দিরে বাইরে অস্থায়ী তাঁবুতে পুজিত হতেন , সেই সময় থেকে তাঁর ওপর ছিল নিত্য পুজোর ভার। রামমন্দির উদ্বোধনের পর তিনিই প্রধান পুরোহিতের দায়িত্ব সামলেছেন। চলতি বছর ১২ ফেব্রুয়ারি ৮৫ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রধান পুরোহিত পদে এখন কে বসবেন, সেই নিয়ে ট্রাস্টের বৈঠক শীঘ্রই হবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !

আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন