Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সরস্বতী পূজার আগে কুল খাই না কেন ? দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য ঋষি ব্যাসদেব আশ্রমে তপস্যা করেছিলেন। সেই তপস্যা শুরুর আগে তাঁর কাছে ১ টি কুল বীজ রেখে সরস্বতী দেবী তাকে একটি শর্ত দেন। সেই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে গাছ আর সেইগাছে ফুল থেকে নতুন কুল হবে। সরস্বতী দেবী বলেন, যেই দিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে , সেই দিন তার তপস্যা পূর্ণ হবে মানে দেবী তুষ্ট হবেন। কিন্তু ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে কঠোর তপস্যা শুরু করলেন।
প্রসঙ্গত ধীরে ধীরে বেশ কয়েক বছর পর সেই বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ তারপর বড় গাছ সেটা থেকে ফুল আর নতুন কুল হলো পরে তা পেকে ব্যাসদেবের মাথায় পড়লো। তখন ব্যাসদেব বুঝলেন সরস্বতী দেবী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করে অর্চনা করে তিনি। পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন। তাই সেই দিনের আগে আমরা কুল খাই না। পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরে কুল খাওয়া হয়।
আরো পড়ুন :- রবিবার সূর্য মন্ত্র পাঠ করুন ! মনে পাবেন শক্তি
প্রসঙ্গত স্বাস্থ্য গত কারণে সরস্বতী পূজার আগে কুল খাওয়া ঠিক নয়। কারণ জানেন নিশ্চয় মাঘ মাসের মাঝামাঝি সময়ে কুল কাঁচা বা কশ যুক্ত থাকে। কাঁচা কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে।
Highlights
1. সরস্বতী পূজার আগে কুল খাই না কেন ?
2. কাঁচা কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে
#সরস্বতী পূজা #কুল