সরস্বতী পূজার আগে কুল খেতে নেই কেন ? জানুন আসল কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কিছু দিন পরেই সরস্বতী পুজো। বাজারে ছেয়ে গিয়েছে টোপা কুল। ছোটবেলা থেকে আমরা সবাই শুনে আসছি , সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। বাড়ির বড়রা ছোটদের প্রায়ই বলে থাকেন সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল করবে। বলা হয় কুল খেলে নাকি দেবী সরস্বতী ঠাকুর রাগ করবেন! কিন্তু কেন এই নিয়ম ? জেনে নিন একনজরে —-

আসলে আমাদের রাজ্য কৃষিপ্রধান। কোনও ফসল প্রথমে দেবতাকে উৎসর্গ করার রীতি রয়েছে। এমনকী নতুন ধান উঠলেও তা নিয়ে উৎসব পালিত হয়। শীতেরই ফল কুল। সরস্বতী পুজো বা বসন্তপঞ্চমীর সময়ে কুল হয়। তাই প্রথা মেনে কুল ফলটিও প্রথমে দেবতাকে উৎসর্গ করা হয়। প্রসাদ হিসেবে ব্যবহৃত হয়।

আরও একটি কারণও রয়েছে। বসন্তকাল শুরু হওয়ার সময় থেকে পেটের রোগ, জ্বর, সর্দি-কাশির প্রকোপ বাড়ে। এই সময়েই কুলে পাক ধরে। তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। কাঁচা কুলের মারাত্মক টক স্বাদ দাঁতে ব্যাথা হতে পারে।

এছাড়া লোকাচারের পেছনে শাস্ত্রেও একটি গল্প প্রচলিত আছে। পুরাণে বলা আছে , সরস্বতী দেবীকে তুষ্ট করতে মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে সেই স্থলের কাছে একটি কুল বীজ রেখে দিয়ে দেবী একটি শর্ত দেন। যতদিন না এই কুলবীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে নতুন কুল হবে, সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পরবে ততদিন দেবীর তপস্যা করতে হবে। তবে সরস্বতী দেবী তুষ্ট হবেন।

ব্যাসদেবও শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন, আর যেই দিন নতুন কুল তাঁর মাথায় পরে, তিনি বুঝতে পারেন যে, সরস্বতী দেবী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন