Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল প্রার্থীদের জন্য রইল একটি নতুন চাকরির আপডেট। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) সংস্থার উদ্যোগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সমস্ত ছেলে ও মেয়েদের আবেদন করার জন্য অনুরোধ করছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
BECIL Recruitment 2025: বিবরণ
পদের নাম: সমাজকর্মী, নেটওয়ার্ক সাপোর্ট এক্সকিউটিভ, পিআইসিইউডি টেকনিশিয়ান, জুনিয়ার হিন্দী ট্রান্সপিষ্ট
শূন্যপদের সংখ্যা:
- সমাজকর্মী – ০১ টি
- নেটওয়ার্ক সাপোর্ট – ০২ টি
- পিআইসিইউডি টেকনিশিয়ান – ০১ টি
- জুনিয়ার হিন্দী ট্রান্সপিষ্ট – ০১ টি
মাসিক বেতন:
- সমাজকর্মী – ২৪,০০০/- টাকা
- নেটওয়ার্ক সাপোর্ট – ৩০,০০০/- টাকা
- পিআইসিইউডি টেকনিশিয়ান – ২৫,০০০/- টাকা
- জুনিয়ার হিন্দী ট্রান্সপিষ্ট – ২০,০০০/- টাকা
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহ প্রার্থীদের এই পদে গুলিতে আবেদন নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা গুলি অর্জন করতে হবে।
- সমাজকর্মী – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজিক উন্নয়নে ডিগ্রি সঙ্গে BSW তে চার বছরের অভিজ্ঞতা।
- নেটওয়ার্ক সাপোর্ট – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC তে ডিগ্রি সঙ্গে CCNA বা সমমানের ডিগ্রি।
- পিআইসিইউডি টেকনিশিয়ান – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.SC থিয়েটার টেকনোলজি তে ডিগ্রি।
- জুনিয়ার হিন্দী ট্রান্সপিষ্ট – যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হিন্দিতে।
কিভাবে আবেদন করবেন
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL) এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইন ভার্সনে। তারজন্য প্রার্থীদের এই প্রতিবেদনের নিচে দেওয়া ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদন ফর্মটি একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে তারপর উপর নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি অ্যাটাচ করতে হবে। এরপর একটি খামে ভর্তি করে ইন্টারভিউর দিন জমা করতে হবে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
আবেদন পত্র জমা করার ঠিকানা: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট নিউটাউন ক্যাম্পাস, প্রথম তলা, এইচআর সেকশন, ডিজে ব্লক একশন এরিয়া আই, নিউটাউন কলকাতা পশ্চিমবঙ্গ – ৭০০১৫৬
আবেদন পত্র জমা করার তারিখ: ১৬/০৪/২০২৫
কিভাবে নির্বাচন করা হবে
প্রার্থীদের এই চারটির মধ্যে যে কোনো পদে চাকরি পাবার জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউতে পাশ করলেই চাকরী পাবেন।
ইন্টারভিউর স্থান: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট নিউটাউন ক্যাম্পাস, প্রথম তলা, এইচআর সেকশন, ডিজে ব্লক একশন এরিয়া আই, নিউটাউন কলকাতা পশ্চিমবঙ্গ – ৭০০১৫৬
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | www.becil.com |
আরও পড়ুন:- ভিন রাজ্যের অশান্তির ছবি দেখিয়ে মুর্শিদাবাদের নামে প্রচার করা হচ্ছে, অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন:- ওষুধে ৫০% থেকে ৯০% ছাড় । কোন জায়গা থেকে কিনবেন দেখুন