সরাসরি ইন্টারভিউর মাধ্যমে উচ্চমাধ্যমিক পাসে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ চলছে। এখনই আবেদন করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল ছেলে ও মেয়েদের এখন সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের সমস্যা। তাই যে সমস্ত ছেলে, মেয়ে সকলেই উচ্চশিক্ষিত হওয়ার পরেও যোগ্যতা অনুযায়ী তারা কোনো চাকরি পাচ্ছে না। সেসকল প্রার্থীদের জন্য একটি বড় ধরনের চাকরির সুখবর রয়েছে। দেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে? স্যালারি কত দেওয়া হবে? আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কি চাওয়া হয়েছে? কিভাবে আবেদন করা হবে? শেষ তারিখ কবে? প্রভৃতি বিষয় জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৫ (Axis Bank Of India Recruitment 2025)

পদগুলোর নাম

অক্সিস ব্যাংকে আগ্রহী প্রার্থীদের যে সব পদে নিয়োগ করা হবে সেই সব পদগুলোর নাম হল –

  • Branch Relationship Officer (BRO)
  • Office Executive
  • Customer ServiceOfficer (CSO)
  • Branch Banking Executive

যোগ্যতার মানদণ্ড

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা:- এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদের কে গ্রাজুয়েট ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

আবেদনের জন্য বয়সসীমা:- এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর।

মাসিক বেতনসূচি

এখানে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবেন তারা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন ১২,৯০০/- থেকে ২৪,৬০০/- টাকা পর্যন্ত।

আবেদন করার পদ্ধতি

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন, তাদেরকে ইমেইল অথবা মোবাইল নম্বরের ভিত্তিতে এখানে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে চাইলে নিচে দেওয়া ইমেইল অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করুন bankinghub.hr04@Gmail.com 8420199830 / 8585834935

এখানে আবেদন করার জন্য যেসব নথিপত্র প্রয়োজন

এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের যেসব নথিপত্র প্রয়োজন সেগুলো হল-

  1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  2. মাধ্যমিকের মার্কশিট
  3. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
  4. গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট
  5. আধার কার্ড
  6. ভোটার কার্ড
  7. প্যান কার্ড
  8. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।

নিয়োগ পদ্ধতি

আবেদনকারীদের এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে সকাল ১০ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত। বিস্তারিত জানতে মোবাইল নম্বরে কল করে জেনে নিবেন।

আরও পড়ুন:- সিন্ধুর জল না পেলে পাকিস্তান যুদ্ধ করবে ভারতের সাথে, হুমকি বিলাওয়াল ভুট্টোর

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন