Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের অতি পরিচিত ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম স্নাতকোত্তর পাস যোগ্যতায় স্টুডেন্ট ইন্টার্নশিপ এমপ্লয়ী পদে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। যেখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা।
মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি, যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে । সুতরাং দেরি না করে আমাদের আজকের উল্লেখিত এই প্রতিবেদনটি সম্পূর্ণটা পড়ে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে নিজেদের চাকরির জন্য আবেদন করে ফেলুন।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : Jadavpur University
পোষ্ট তারিখ (Post Date) :
উল্লেখিত চাকরির প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত 08.04.2025 তারিখে।
পদের নাম (Post Name) :
চাকরির এই প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে Student Internship Employee পদে।
বয়সসীমা (Age Limit) :
উল্লেখিত পথে আবেদন করতে হলে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স হতে হবে নূন্যতম 25 বছর।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হলে জিওলজি বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী পাস থাকতে হবে কমপক্ষে 60% নম্বরসহ।
বেতন কাঠামো (Salary Structure) :
নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে বেতন হিসেবে 5000 টাকা দেওয়া হবে।
চুক্তির সময়কাল (Agreement Duration) :
চাকরিপ্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগ করা হচ্ছে মোট 2 মাসের জন্য।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা 1টি।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীদের এখানে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নিজের একটি বায়োডাটা বানাতে হবে প্রথমে। এর সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতার সমস্ত রকম ডকুমেন্টস্, পরিচয় পত্রের ডকুমেন্ট , পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার ইত্যাদিকে সেল্ফ অ্যাটেস্টেড করে নিচে উল্লেখিত ইমেল আইডিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই হবে।
আবেদন পাঠানোর ইমেইল আইডি (Application Submission Email ID) :
চাকরিপ্রার্থীদের নিজের আবেদন পত্রটি পাঠাতে হবে নিচে উল্লেখিত ইমেইল আইডিতে –
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে বেছে নেওয়া হবে।
আবেদনের সময়সীমা (Application Deadline) :
এখানে আবেদন গ্রহণ প্রক্রিয়াটি চলবে আগামী 23.04.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন