‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে শুক্রবার গোটা দিনের জন্য বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। ফলে প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) লন্ডন যাত্রার সময়। অবশেষে শনিবার সন্ধ্যায় যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন তিনি। তারপর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন।

আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন

এদিন দমদম বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘চার-পাঁচদিনের জন্য আমরা থাকছি না। তবে এখানকার সঙ্গে আমার সর্বক্ষণ যোগাযোগ থাকবে। কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’ সময় পিছিয়ে যাওয়ায় কারণে এই সফর যে ক্লান্তিকর হতে চলেছে, সেকথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমাদের সকালেই ফ্লাইট ছিল। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে। মাঝরাতে দুবাইতে পৌঁছব। তারপর আবার লন্ডনের ফ্লাইট। যাতায়াতেই দু’দিন মতো সময় লেগে যায়। সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে। আমাদের এই সফরটা বেশ হেকটিক হয়ে যাবে। তবে ওখানে যা অনুষ্ঠান আছে, সেসব সময়মতোই হবে।’

আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?

প্রসঙ্গত, এই ক’দিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে যাতে রাজ্যের প্রশাসনিক কাজকর্মে কোনও অসুবিধা না হয়, সেজন্য আগেই ৫ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মমতা। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরোতেই নামবে মমতার উড়ান। লন্ডনে সোমবার থেকেই মমতার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন