Bangla News Dunia, Pallab : ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৫৯ তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হল বিখ্যাত হিন্দি ভাষার লেখক বিনোদ কুমার শুক্লাকে। ছত্তিশগড় থেকে এই প্রথম কোনও লেখক এই পুরস্কার পেলেন। ৮৮ বছরের লেখক ১২ তম হিন্দি লেখক হিসাবে এই পুরস্কার পেলেন। পুরস্কার মূল্য হিসাবে ১১ লক্ষ টাকা এবং সরস্বতী ঠাকুরের একটি ব্রোঞ্জের মূর্তি দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
এদিন জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যার সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার তথা জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রতিভা রায়। জ্ঞানপীঠ নির্বাচন কমিটির বিবৃতিতে বলা হয়, ‘বিনোদ কুমার শুক্লাকে ছত্তিশগড়ের প্রথম লেখক হিসাবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। হিন্দি সাহিত্যে তাঁর অসামান্য অবদান, সৃজনশীলতা এবং লেখার স্বতন্ত্র ধরনের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল।’ উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালে তাঁর লেখা বই ‘দিওয়ার মে এক খিরকি রেহতি হ্যায়’-র জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তাঁকে।