Bangla News Dunia, Pallab : আপনার রেশন কার্ডে কি নাম ভুল? নাকি বাবা বা স্বামী বা মায়ের নাম ভুল রয়েছে। অথবা আপনার রেশন কার্ডে জন্ম তারিখ বা ঠিকানা ভুল রয়েছে। এককথায়, আপনার রেশন কার্ডের যাবতীয় ভুল এখন সংশোধন করতে পারবেন অনলাইনে কয়েক মিনিটের মধ্যে। এরজন্য দিতে হবে না কোনো টাকা। সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
e-Ration Card Online Download / রেশন কার্ড অনলাইন ডাউনলোড পদ্ধতি দেখুন –
১) প্রথমে আপনাকে Ration Card এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর হোম পেজের নিচে থাকা E-RATION CARD অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click to download e-Ration Card লেখায় ক্লিক করুন।
৪) এরপর রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন ও নিচে থাকা ক্যাপচার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৫) তারপর পরিবারের সকল ব্যক্তির রেশন কার্ড চলে আসবে, পাশে থাকা Send OTP তে ক্লিক করুন।
৬) মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করুন। এরপর Download এ ক্লিক করে রেশন কার্ড ডাউনলোড করে নিন।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট