Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- সুখ মানুষকে এক সুন্দর জীবন দান করে থাকে আর তেমনই দুঃখ মানুষকের পৃথিবী লোকেই নড়কের অনুভূতি করায়। আর সাংসারিক জীবনের দুঃখ আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। তেমনই কথায় আছে নিজের বাড়ির মতন সুখ এবং শান্তি আর কোথাও নেই। সারা দিনের সব কষ্ট, ক্লান্তি নিয়ে মানুষ যখন রাতে ঘরে ফেরেন, তখন তাঁর ক্লান্তি নিবারণের সবচেয়ে বড় আস্তানা হলো তার নিজের বাড়ি। আর তার এই সুখের আস্তানায় যখন একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়, যখন পরিবারের একে অপরের সঙ্গে বিবাদের ফলে ঝগড়া বাধে , তখন সেই বাড়িতেই শান্তি পাওয়া দুস্কর হয়ে ওঠে।
আরো পড়ুন :- কম উপার্জন করেও অর্থ থাকে হাতে এই রাশির মানুষদের , অর্থকষ্ট থাকেনা এদের
আমাদের মধ্যে এমন অনেকে মানুষ রয়েছেন যাঁরা নিত্য দিন সাংসারিক অশান্তির শিকার হয়ে চলেছেন। অনেক সময় দেখা যায় অকারণেই সংসারে অশান্তি হয়ে থাকে। আর এই অশান্তি থেকে মুক্তি পেতে কেশর দিয়ে করুন এই উপায়গুলো যা আপনার জীবনকে সুখ এবং শান্তিতে ভরিয়ে তুলবে তুলবে। তবে চলুন এর জন্য কি কি করতে হবে দেখে নেওয়া যাক —
১. শাস্ত্রে কথিত আছে রোজ কেশর খেলে জীবনের অনেক প্রকার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে দুধের সঙ্গে খেলে। আর তা আমাদের সাস্থ্যের জন্যও খুবই ভালো। তাই, যদি আপনার সম্ভব হয় দিনে অন্তত এক বার দুধের সাথে কেশর মশিয়ে পান করুন।
২. আপনি যখন নিত্য দিনের পুজো করেন তখন চন্দন এবং কেশর একসঙ্গে মিশিয়ে ঈশ্বরের কপালে তিলক পরিয়ে পুজো করুন। পুজো শেষ হওয়ার ঈশ্বরের কপালে তিলক থেকে মিশ্রণ নিয়ে নিজের কপালে লাগান।
৩. নিজের সাধ্য মতো কেশর কোনো গরিব দুঃখীকে দান করুন। তবে অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার কেশর দান করবেন না।
৪. রোজ স্নান করার সময় জলে সামান্য কেশর মিশিয়ে স্নান করুন। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যার ফলে মানুষের শরীর ও মন দুই-ই খুব শান্ত থাকে।
আরো পড়ুন :- ২৯ বছর পর মকর সংক্রান্তির দিন তৈরি হচ্ছে এমন যোগ, ভাগ্য পাল্টাতে পারে আপনারও
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )