সাইবার প্রতারকদের থেকে কী ভাবে সুরক্ষিত রাখবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  ফোন-মেসেজের থেকেও এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মধ্যে অনেক বেশি জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। শুধু কথোপকথন নয়, দ্রুত ডকুমেন্ট শেয়ার করা অথবা ভুল করে মেসেজ পাঠালেও দ্রুত তা মুছে ফেলা, নিজের পছন্দের ডিপি সেট করার পাশাপাশি স্টেটাস শেয়ারিং-ইউজ়ার ফ্রেন্ডলি হওয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। আর সেই কারণেই সাইবার প্রতারকরা টার্গেট করছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সুরক্ষিত থাকার পথ কী?

হোয়াটসঅ্যাপ থাকলে অবশ্যই সেটি পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস রেকগনিশনের মাধ্যমে লক করার ব্যবস্থা করুন, যাতে শুধুমাত্র আপনিই অ্যাপটি ব্যবহার করতে পারেন।

অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন। এটা লক সিস্টেমের পরেও নিরাপত্তার আরও একটা স্তর। এখানে একটি পিন নম্বর দিতে হয় সিস্টেমকে সিকিওর করার জন্য। যাতে কোনওভাবে প্রতারক আপনার নম্বরটি ভার্চুয়ালি ব্যবহার করে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না-খুলতে পারে।

আরও পড়ুন:- ব্রেক আপের প্রতিশোধ নিতে প্রেমিকার বাড়িতে ৩০০টি পার্সেল পাঠাল যুবক; কি ছিল পার্সেলে ?

কোনওভাবেই টু-স্টেপ ভেরিফিকেশনের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার করবেন না।

স্মার্টফোনের পাশাপাশি অন্য কোনও ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব অপশন ব্যবহার করলে সব সময়ে কাজ শেষের পরে অ্যাকাউন্ট থেকে সাইন আউট করবেন, শুধুমাত্র ব্রাউজ়ার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব বন্ধ করে দেবেন না।

হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা থাকলেও হোয়াটসঅ্যাপের যে ডেটা ক্লাউডে ব্যাকআপ হিসাবে স্টোর হচ্ছে, তা কিন্তু এনক্রিপটেড নয়। সেই কারণে আপনি স্মার্টফোন বদলে নিলে অনেক সময়ে একই নম্বরে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে পুরনো ডেটাও অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। তবে এই ব্যাকআপও প্রতারকরা ব্যবহার করতে পারে। তাই হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যবস্থা করুন।

হোয়াটসঅ্যাপের ডিপিতে খুব ব্যক্তিগত মুহূর্তের ছবি ব্যবহার করবেন না। ওই ছবির স্ক্রিনশট রেখে প্রতারক ব্ল্যাকমেল করতে পারে।

প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ডিপি বা স্টেটাসে দেওয়া ছবি অথবা ভিডিয়োতে খুব অন্তরঙ্গ মুহূর্তে ভিডিয়ো, ছবি বা তথ্য দিলেও যাতে সবাই তা দেখতে বা ব্যবহার করতে না-পারে, সে জন্য সিলেক্টিভ কনট্যাক্টকে তা দেখার অপশন রাখুন।

আপনার পরিচিত কোনও ব্যক্তির নাম করে আর্থিক সাহায্য চাওয়া বা সন্দেহজনক কোনও চ্যাট এলে শুধু তার ডিপি দেখে নিশ্চিন্ত হবেন না তিনি আপনার পরিচিত ব্যক্তিটিই! আগে তাঁকে বা তাঁর কোনও পরিজনকে ফোন করে নিশ্চিত হোন আদতে মেসেজ পাঠানো ব্যক্তিটি তিনিই কি না।

ভিডিয়ো কল, সন্দেহজনক কল এলে সিভ করবেন না। হতেই পারে সেটা আপনাকে ব্ল্যাকমেল করার একটা ফাঁদ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন