সাইবার প্রতারণাচক্রের পর্দাফাঁস মুর্শিদাবাদে ! প্রতারিতদের খোয়ানো টাকা ফেরাল পুলিশ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সাইবার প্রতারনার (Cyber fraud) বড়সড়ো চক্র ফাঁস মুর্শিদাবাদে (Murshidabad)। প্রতারকদের থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের সাইবার সেল। জানা গিয়েছে, সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে নবগ্রাম এলাকার তিন তরুণের অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছিল। তবে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার সেলের প্রযুক্তিগত তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকা ফেরত পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে নবগ্রামের বাসিন্দা সৌভিক ঘোষ, নিমগ্রামের আসিফ খান এবং পাঁচগ্রাম তেঁতুলিয়ার আমিনুর ইসলাম বিভিন্ন সময়ে প্রতারণার শিকার হন। অনলাইন প্রতারণার ফাঁদ পেতে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৩ লক্ষ ৯ হাজার টাকা, ২০ হাজার ৫০০ টাকা এবং ১৬ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রতারিত হওয়ার পর তিনজনই আলাদাভাবে থানার সাইবার সেলে অভিযোগ জানান। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমে সেই টাকা উদ্ধার করল পুলিশ।

এপ্রসঙ্গে প্রতারণার শিকার হওয়া সৌভিক ঘোষ বলেন, ‘ব্যাংকের কর্মীর পরিচয়ে এক ব্যক্তি ওটিপি শেয়ার করতে বলেছিল। সেই কথামতো ওটিপি শেয়ার করতেই কয়েক দফায় অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৯ হাজার টাকা গায়েব হয়ে যায়। এরপরেই থানার সাইবার সেলে বিষয়টি লিখিতভাবে জানাই।’ সেই সঙ্গে আসিফকেও লোন করে দেওয়ার টোপ দিয়ে এবং আমিনুর অনলাইনে পায়রা কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন। পুলিশের তৎপরতায় তিনজনই তাঁদের টাকা ফেরত পেয়েছেন।

এব্যাপারে লালবাগ মহকুমা পুলিশ আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, ‘অনলাইন প্রতারকরা তিনজনের অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছিল। সাইবার সেলে ওই তিনজনের অভিযোগের ভিত্তিতে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে তাঁদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে।’ সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি চালানো হচ্ছে। তা সত্ত্বেও মানুষ প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। এই বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে বলেই পুলিশকর্তাদের দাবি।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন