Bangla News Dunia, Pallab : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের একাংশ। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের কিছু অংশ এবং ওড়িশাতেও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটে। কম্পনের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে এবং ৯১ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
জাতীয় সংস্থার তরফে যে গ্রাফ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল এবং আশেপাশের অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘা অঞ্চলে ভাল মতো কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কম্পনের পর এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্র কী অবস্থায় রয়েছে সেই প্রসঙ্গেও কিছু জানানো হয়নি। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সাতসকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে একাধিক বহুতল। কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই একাধিক জায়গায় আফটার শক অনুভূত হয়। সকাল ৭টা ২মিনিটে প্রথম আফটার শক অনুভূত হয়।