সাত পাকে বাঁধা পড়ছেন দিলীপ ঘোষ, পাত্রী কে ? বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অবশেষে কুমারত্ব ঘুচছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আগামিকাল, শুক্রবারে বিয়ের পিঁড়িতে বসছেন দাপুটে বিজেপি নেতা ৷ পাত্রী বিজেপি মহিলা মোর্চার কর্মী রিঙ্কু মজুমদার ৷ দিলীপের নিউ টাউনের ফ্ল্যাটে বিয়ের আসর বসবে বলে সূত্রের খবর ৷

অনেক কম বয়স থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বারবারই প্রকাশ্য়ে বিয়ে না-করার কথা বলে এসেছেন ৷ এদিকে হঠাৎ তাঁর এই বিয়ের খবরে রাজনীতিতে অন্য হাওয়া বইছে ৷ এই খবরে ইতিমধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদকে ৷

দিলীপ ঘোষের বাড়িতে তাঁর বৃদ্ধা মা আছেন ৷ এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দিলীপ ও রিঙ্কু ৷ পাত্রী বিবাহবিচ্ছিন্না ৷ তাঁর একটি ছেলে আছে ৷ তাঁর বয়স 25 এবং তিনি তথ্যপ্রযুক্তি কর্মী ৷ দলীয় কাজের সূত্রে পরিচয় দিলীপ ও রিঙ্কুর ৷ সেখান থেকেই এই সিদ্ধান্ত ৷ সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে ৷ দুই পরিবারের নিকট আত্মীয়রাই শুধু উপস্থিত থাকবেন বিয়েতে ৷

রাজনৈতিকভাবে দিলীপ ঘোষ ডাকাবুকো হলেও বিয়ের প্রস্তাব কিন্তু আসে রিঙ্কু মজুমদারের দিক থেকেই ৷ প্রথমে নারাজ, তারপর নিমরাজি এবং তারপর রাজি হন পাত্র ৷ গত 3 এপ্রিল ইডেন গার্ডেন্সে খেলা দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তাঁর সঙ্গে ছিলেন রিঙ্কু দেবী ও তাঁর পুত্র ৷ আর সেখানেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন রিঙ্কু মজুমদারকে ৷

আরও পড়ুন:- ৫০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে, নতুন টেকনিকটা জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন