সাদা vs কালো, কোন রঙের প্লাস্টিক ব্যবহারে ক্ষতি বেশি? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাজার থেকে রেস্তোরাঁ বর্তমানে প্লাস্টিকের দখলে। এই প্লাস্টিকের প্যাকেট থেকে কন্টেনার ব্যবহার খুবই ক্ষতিকর।

বাজার থেকে মাছ, মাংস কিংবা সবজি কিনলে তা অনেকে সময় কালো প্লাস্টিকে দেওয়া হয়। আবার কেউ বাড়ির খাবার কালো প্লাস্টিকের পাত্রে পরিবেশন করেন। তবে এখন থেকে সাবধান হন।

অনেক খাবার আবার সাদা প্লাস্টিকে ভরে দেওয়া হয়। এই প্লাস্টিকের মধ্যেও আছে ভালো-খারাপ।

সাদা নাকি কালো কোন ধরনের প্লাস্টিক কতটা ক্ষতিকর, কোনটা তুলনামূলক কম জেনে রাখা জরুরি।

কালো রঙের প্লাস্টিক সব থেকে ক্ষতিকর বলে মনে করা হয়।

কালো রংয়ের প্লাস্টিকের যে কোনও জিনিস ব্যবহার বর্জন করুন। এর মধ্যে ক্ষতিকর উপাদানগুলি থাকে, যা মানবদেহ ও পরিবেশে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

কালো রঙের প্লাস্টিকের মাধ্যমে শরীরে পলিব্রমিনেটেড ডাইফিনাইল ইথারের পরিমাণ বেড়ে যায়। এই উপাদান থাকার ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের সম্ভবনা থেকে যায়।

কালো রঙের প্লাস্টিকে খাবার বা জল গরম করলে বা সরাসরি ওভেনে দিলে এসব প্লাস্টিকের বিষাক্ত উপাদান খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশের আশঙ্কা অনেক বেশি বেড়ে যায়।

শরীরের জন্য যেকোনও প্লাস্টিকই ক্ষতিকর, তবে কালো প্লাস্টিক ব্যবহার নৈব নৈব চ।

আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন