সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরের Mock Test, সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

gk

Bangla News Dunia, Pallab : আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। যেগুলির উত্তর হয় তো আমাদের অনেকেরই জানা বা অনেকের হয়তো জানা নেই। তাই এই অজানা বা জানা প্রশ্ন গুলি আপনাদের সামনে মক টেস্ট আকারে তুলে ধরা হলো। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর সমাধান করার চেষ্টা করবেন। আর এই মক টেস্ট গুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ভাবে কাজে লাগে। তাই যে সকল প্রার্থী চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছেন তারা অবশ্যই এগুলো ভালো করে খাতায় নোট করে রাখবেন ।

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। পর্ব নাম্বার – 1. আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিদিন আমরা একটা করে মক টেস্ট নিয়ে আসবো।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

1. কোন পাতা শরীরে দুর্গন্ধ দূর করে ?

A. বেলপাতা
B. জাম পাতা
C. তেজপাতা
D. তুলসী পাতা

Ans – তেজপাতা।

2. প্রতিদিন কি ব্যবহার করলে মুখে রোদে পোড়া জনিত কালো দাগ দূর হবে ?

A. আদা
B. মধু
C. ঘি
D. মেহেন্দি

Ans – মধু।

3. কোন পাতার রস মাখলে মাথায় উকুন থাকবে না?

A. বেলপাতা
B. জাম পাতা
C. তুলসী পাতা
D. পান পাতা

Ans – পান পাতা।

4. মদ পান করার কত মিনিট পর থেকে নেশা হতে শুরু করে ?

A. ৪ মিনিট
B. ৫ মিনিট
C. ৬ মিনিট
D. ৭ মিনিট

Ans – ৬ মিনিট।

5. কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুকি বাড়ায় ?

A. তেলাপিয়া
B. রুই
C. ইলিশ
D. পাঙ্গাস

Ans – তেলাপিয়া।

6. কোন পাখি ইট পাথর সব কিছু খায় ?

A. মাছরাঙ্গা
B. শালিক
C. উট
D. টুনটুনি

Ans – উট।

7. চাঁদের বুকে প্রথম কিসের গাছ লাগানো হয়েছিল ?

A. নিম
B. আম
C. তেতুল
D. কার্পাস

Ans – কার্পাস।

8. কোন প্রাণী একবার ঘুমিয়ে গেলে আর উঠে না ?

A. পিঁপড়ে
B. সাপ
C. প্রজাপতি
D. ইঁদুর

Ans – পিঁপড়ে।

9. বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় ?

A. ঢাকা
B. খুলনা
C. সিলেট
D. রাজশাহী

Ans – সিলেট।

10. কোন বীজ খেলে পুরুষের শুক্রাণু দ্রুত বৃদ্ধি হয় ?

A. তরমুজের বীজ
B. কুমড়ার বীজ
C. কাঁঠালের বীজ
D. তেতুলের বীজ

Ans – কুমড়ার বীজ।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন