সাপের নাক নেই, তবে কোথা থেকে কার্বলিক অ্যাসিড-সর্পগন্ধার গন্ধ পায়? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাপের নাম শুনলেই বুক আঁতকে ওঠে। গরম পড়লেই সাপের উপদ্রব শুরু হয়ে যায়। অনেকেই সাপকে বাড়ির ভিতর আসা থেকে রুখতে কার্বলিক অ্যাসিড দিয়ে রাখেন। এর গন্ধে নাকি সাপ আসে না। তবে সাপের নাক নেই। তবে কোথা থেকে গন্ধ পায় তারা?

সাপের ছোবলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই সকলেই সাপের ভয়ে কার্বলিক অ্যাসিড, সালফার পাউডার ব্যবহার করেন।

তাই সকলেই সাপের ভয়ে কার্বলিক অ্যাসিড, সালফার পাউডার ব্যবহার করেন । 

কিন্তু সাপের তো নাক নেই, তবে সাপ গন্ধ পায় কোথা থেকে?

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

 

সাপের নাকে ছিদ্র আছে। তবে সাপ নাক দিয়ে গন্ধ পায় না। সাপের ঘ্রাণশক্তি খুব দুর্বল।

সাপ গন্ধ পায় তাদের জিভ দিয়ে। জানতেন না তো? ঠিক এই কারণেই সাপ বার বার জিভ বার করে।

সাপের জিভের জ্যাকবসনস অর্গ্যান। এরা জিভ বার করার সঙ্গে সঙ্গে পরিবেশ থেকে রাসায়নিক সংগ্রহ করে। 

এর পরে এরা জিভ ভিতরে ঢোকালে তখন জ্যাকবসনস অর্গ্যানের সাহায্যে গন্ধ পায়। 

যার ফলে নিজেদের শিকার খুঁজে বের করে সাপ। সাপের নাক থাকে শুধু শ্বাস নেওয়ার জন্য। গন্ধের জন্য নয়।

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন