Bangla News Dunia, Pallab : ভারতবর্ষের প্রত্যেক মানুষের কাছেই আছে রেশন কার্ড (Ration Card). এই রেশন কার্ড দ্বারা মেলে রেশনের সুবিধা। কম দামে চাল, গম, চিনির মতো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। রেশন (Ration) প্রকল্প চালু করা হয়েছিল মূলত সমাজের দরিদ্র সাধারণ মানুষের জন্য। তবে এবার জারি করা হচ্ছে নতুন নিয়ম। ছোট্ট একটি ভুল করলে আপনার রেশন পরিষেবা ও বন্ধ হয়ে যাবে। বিস্তারিত আজকের প্রতিবেদন থেকে পড়ে নিন।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
Ration Card Rule In India
সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার নতুন একটি নিয়ম জারি করেছে। সারা দেশজুড়ে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে নানান প্রকল্প চালু হয়েছে। সরকারি প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই রেশন প্রকল্প (Ration Scheme)। সাধারণ মানুষ বাজার দামের তুলনায় কম দামে বিভিন্ন দ্রব্য সামগ্রী পাচ্ছেন। দারিদ্র সীমার নিচে বাস করা মানুষদের মুখে হাসি ফুটিয়েছে রেশন প্রকল্প। এছাড়াও ফ্রী রেশন প্রকল্পে উপকৃত হয়েছেন লাখ লাখ মানুষ। তবে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে।
যেমন, রেশন পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। নয়তো আপনার রেশন বন্ধ করে দেওয়া হতে পারে। তাই আপনার কাছে যদি রেশন কার্ড থাকে আপনিও যদি রেশনের সুবিধা ভোগ করতে চান, তাহলে এই সকল নিয়ম কানুন আপনাকে মেনে চলতেই হবে। অতএব এই সকল নিয়ম আগের থেকেই জেনে নিতে হবে। অবাক হচ্ছেন? আসুন এই বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।
রেশন নিয়ে নতুন নিয়ম জারি হল!
মনে রাখবেন, রেশন পেতে হলে একটা জিনিস থাকা অত্যন্ত জরুরি, আর সেটা হল নির্ভুল রেশন কার্ড। এই বিশেষ কার্ডের মাধ্যমেই গ্রাহকরা রেশন ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে রেশন পেয়ে যান। তবে এবার সরকার রেশন কার্ড নিয়ে কিছু নিয়ম বেঁধে দিয়েছে। আর সেই নিয়ম সকলকে অবশ্যই মেনে চলতে হবে। যারা এই নিয়ম মানবে না, তাঁরা রেশন পাবে না।
মনে রাখবেন, রেশন কার্ডে একটা ছোট্ট ভুল আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধ হতে পারে আপনার রেশন পরিষেবা। সেটি হল রেশন গার্ডের ই-কেওয়াইসি।আপনার রেশন কার্ডের ই-কেওয়াইসি যদি করা হয়ে থাকে, তাহলে অনেকটা নিশ্চিন্ত হবেন। আর ই-কেওয়াইসি করা রয়েছে নাকি সেটি অনলাইনে চেক করে নিন।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন