Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবার দেশের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিচ্ছে কোভিড। ২০২০ থেকে যে অতিমারী গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল, এখন কোভিড আর সে রকম বিপজ্জনক নয়— এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাতে কী? যে হেতু আবার নতুন করে কোভিডের উপদ্রব বাড়ছে, তাই সরকারের তরফ থেকেও মাস্ক ব্যবহার করা এবং ভিড় এড়িয়ে চলার মতো পরামর্শ দিচ্ছেন।
নতুন করে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে কত মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন, দেশের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা কত, তার খতিয়ান প্রকাশ শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
ফলে সাধারণ মানুষের একাংশের মনেও কোভিড নিয়ে খানিকটা হলেও চিন্তা বেড়েছে। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে ব্যস্ত সাইবার অপরাধীরা।
তারা তো প্রতিদিনই নতুন নতুন ফন্দিফিকির বের করছে সাধারণ মানুষের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার জন্য। হাতের সামনে এমন একটা সুযোগ থাকতে তারাই বা বসে থাকবে কেন? তাই কোভিড নিয়ে মানুষের চিন্তাকে কাজে লাগিয়েই প্রতারণার ফাঁদ পাতছে তারা।
সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, সাধারণ মানুষের কাছে কোভিড সচেতনতার কথা বলেই ফোন, মেসেজ বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে পারে প্রতারকরা। এর মধ্যে ফোন আসা শুরুও হয়ে গিয়েছে।
কী বলা হচ্ছে এই ফোন কলে?
বেশির ভাগ ক্ষেত্রেই রেকর্ডেড ভয়েসে সাধারণ মানুষকে বলা হচ্ছে— নতুন করে কোভিড নিয়ে চিন্তা বাড়ছে।
আপনি কি অতীতে কোভিডের দু’টি ভ্যাকসিন নিয়েছেন? যদি নিয়ে থাকেন তা হলে ‘১’ প্রেস করুন, তা না হলে ‘২’ প্রেস করুন। এ বার আপনি যদি ‘১’ বা ‘২’ যে কোনও বাটনই প্রেস করুন না কেন, সাইবার প্রতারকরা আপনার মোবাইলটি হ্যাক করে নিতে পারে।
আর তার পরে? একবার আপনার মোবাইল হ্যাক হয়ে যাওয়া মানে কোনও ব্যাঙ্কিং ট্রানজ়্যাকশনের ক্ষেত্রে মোবাইলে আসা ওটিপি অথবা মোবাইলে থাকা মূল্যবান ডেটা সবই চলে যেতে পারে প্রতারকদের দখলে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, বিপদের এখানেই শেষ নয়। যে হেতু আবার কোভিড একটু একটু করে বাড়ছে, মানুষ আগের অভিজ্ঞতা এখনও ভোলেনি, তাই সাইবার প্রতারকরাও জানে মানুষকে পথে বসানোর এটাই ভালো রাস্তা।
ফলে এখন আবার সাধারণ মানুষকে কখনও কোভিড ভ্যাকসিনের নতুন ডোজ় নেওয়া অথবা বাড়ি বসে কোভিড পরীক্ষা করানো অথবা এমন যে কোনও প্রতিশ্রুতি দিয়ে ফোন, মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারে প্রতারকরা। অথবা পাঠানো হতে পারে লিঙ্ক। এমন কোনও ক্ষেত্রেই সাড়া দেবেন না।
পুলিশ বা সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি কোভিড সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান, তা হলে অবশ্যই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পোর্টাল থেকে খোঁজ করুন।
শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবে না। আপনার যদি কোভিডের কোনও উপসর্গ থাকে, তা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খান বা হাসপাতালে ভর্তি হন।
মাস্ক বা স্যানিটাইজ়ার যদি কিনতেই হয়, তা হলে আপনার নিকটবর্তী দোকান বা অনলাইনে কোনও বিশ্বাসযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনুন। কোথাও সস্তায় এ সব বিক্রি হচ্ছে বলে জানতে পেরে খরচ করে প্রতারণার ফাঁদে পা দেবেন না। আপনার উপস্থিত বুদ্ধিই আপনার অস্ত্র।
আরও পড়ুন:- আমরা সবাই জানি ফলের রাজা আম, কিন্তু ফলের রানী ? সেটা আবার কি ? কোথায় পাওয়া যায় ?