সাবধান, জোড়া ঘূর্ণাবর্তে দুর্যোগ দক্ষিণবঙ্গে ! শিলাবৃষ্টি ৮ জেলায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কখনও ঠান্ডা, কখনও গরম, তার উপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আবহাওয়া (Weather Update) এখন জগাখিচুড়ি হয়ে গিয়েছে। আর এই অদ্ভুত আবহাওয়ার পিছনে একমাত্র দায়ী পশ্চিমী ঝঞ্ঝা। জানা গিয়েছে এইমুহুর্তে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে যাচ্ছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। অন্যদিকে বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি তার সঙ্গে শিলাবৃষ্টিও চলবে একাধিক জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে। কোনও কোনও জায়গায় হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও উঠে যেতে পারে। তবে আগামী মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আজ অর্থাৎ শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি শিলাবৃষ্টি ও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বদলাবে হাওয়া। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও ধীরে ধীরে সবটাই পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন : নারী দিবসের আগে মহিলাদের অ্য়াকাউন্টে 2500 টাকা, জানতে পড়ুন বিস্তারিত

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

আজ উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাত, দুইয়েরই সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবারও উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। সিকিমেও তুষারপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন