Bangla News Dunia, Pallab : বিগত কয়েক বছর ধরে বীর সাভারকারকে নিয়ে লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে শীর্ষ আদালতের (Supreme Court) রোষানলে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। শুক্রবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় রাহুলের সমালোচনা করে স্পষ্ট জানায়, ‘সাভারকরের মতো স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কুকথা বললে আগামী দিনে ফল ভুগতে হবে।’
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ রাহুলের মন্তব্য নিয়ে জানায়, ‘স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কোনওরকম কুকথা আদালত বরদাস্ত করতে পারব না। কারণ এরপর কেউ বলবে মহাত্মা গান্ধি ব্রিটিশদের চাকর ছিলেন। তাহলে সেসব মুখ বুঝে শুনতে হবে।’ এখানেই না থেমে রাহুল আইনজীবীর উদ্দেশে বিচারপতিদ্বয় আরও বলেন, আপনার মক্কেল কি জানেন, গান্ধীজিও ভাইসরয়কে চিঠি লেখার সময় আপনার অনুগত বলে সম্বোধন করতেন? আপনার মক্কেল এটা জানেন, প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর ঠাকুমা মানে ইন্দিরা গান্ধি বীর সাভারকরের প্রশংসা করতেন? যে সমস্ত মানুষগুলি আমাদের স্বাধীন করল, তাঁদের নিয়ে এমন একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ এমন কথা বলছেন? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আগামী দিনে মানা হবে না। যদি রাহুল গান্ধি বা অন্য কোনও কেউ এসব বলেন তাহলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, সাভারকারকে (Savarkar) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে একাধিক আদালতে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা হয়েছে। বিভিন্ন আদালত থেকে মাঝে মধ্যেই তাঁকে সমন পাঠানো হয়। এর আগে সব সমনে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন রাহুল। এদিন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে তাঁকে স্বস্তি দিয়েছে, কিন্তু তাঁকে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে এমন মন্তব্য করলে ভবিষ্যতে ফল ভুগতে হবে।