সামনে এলো গুগল ফোটোজের নতুন ফিচার , দেখুন আপনি কি কি সুবিধা পেতে চলেছেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে :- গুগল ফোটোজের অন্যতম ফিচার হলো লকড ফোল্ডার।  এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা  তাদের ব্যাক্তিগত ফটো ভিডিও অন্যদের থেকে আড়াল করতে পারেন। এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ার কারণে এইখানে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। তবে ব্যবহারকারীরা  এই ফোল্ডারে যেসব ফটো ভিডিও রাখবেন সেগুলোর ব্যাকআপ রাখতে পারবেন না এমনকি শেয়ারও করতে পারবেন। লকড ফোল্ডারে সংরক্ষিত ছবি-ভিডিও দেখতে হলে  লাইব্রেরির ট্যাব অপশন থেকে ইউটিলিটিজে যেতে হবে।

পিক্সেল ফোনে এই ফিচারটি আগে থেকেই চালু করেছিল গুগল। চলতি বছরের জুনে আই/ও ইভেন্টে  গুগল ঘোষণা করেছিল খুব শীঘ্রই  আইওএস ও অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরাও এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন :- এবার সম্পূর্ণ অফলাইনেও ব্যবহার করা যাবে Google Drive ! দেখুন কিভাবে ?

বিখ্যাত টেক ম্যাগাজিন গ্যাজেটস নাউয়ের খবর অনুযায়ী সবার প্রথমে  অ্যান্ড্রয়েড পুলিশে এই ফিচারটি দেখতে পাওয়া যায়। এমনকি স্যামসাং গ্যালাক্সি এ৫২-এর একটি স্ক্রিনশটে ব্যবহারকারীদের এই নতুন ফিচারের বিষয়ে নোটিফিকেশন পাঠাতে দেখা গেছে। এই নোটিফিকেশনে সোয়াইপ আপ করার পরেই ফোটোজের লকড ফোল্ডার ফিচারটিতে তারা প্রবেশ করতে পেরেছেন।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন