সামনে এল দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা, ভারত কত নম্বরে, দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্ষুধার সূচক মাপার মাপকাঠি রয়েছে। দারিদ্র মাপার মাপকাঠিও রয়েছে। তেমনই মাপা যায় দুর্নীতিও। কোনও দেশের রন্ধ্রে রন্ধ্রে কেমনভাবে ছড়িয়ে দুর্নীতি, সেটাও উঠে এসেছে একটি তালিকায়। এই তথ্য জানা যায় Corruption Perceptions Index থেকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের এই তালিকা। বিভিন্ন দেশে সরকারি ক্ষেত্রে দুর্নীতি কতটা গভীরে ঢুকে রয়েছে সেটা আন্দাজ করার চেষ্টা করা হয় এই তালিকা থেকে। ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা এই তালিকা তৈরি করেছে।

১৮০টি দেশের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দুর্নীতি সংক্রান্ত ছবি স্পষ্ট করার চেষ্টা হয়। প্রাপ্ত তথ্য ০ থেকে ১০০-র একটি স্কেলে ফেলা হয়। ১০০ মানে সবচেয়ে স্বচ্ছ। ০ মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। সেই অনুযায়ী ব়্যাঙ্ক তৈরি হয়।

এই তালিকার শীর্ষে ডেনমার্ক। অর্থাৎ এই দেশে সরকারি স্তরে দুর্নীতি সবচেয়ে কম। ডেনমার্কের পরেই রয়েছে ফিনল্যান্ড। তার পরে সিঙ্গাপুর এবং নিউজ়িল্যান্ড। ১৮০টি দেশের এই তালিকায় জায়গা পেয়েছে ভারতও। তবে তার আগে দেখে নেওয়া যাক এই ব়্যাঙ্ক কী ভাবে তৈরি হয়।

২০২৪-এর তালিকায় ভারতের স্থান ৯৬ নম্বরে। আর এই বছরেই ভারতের সামগ্রিক স্কোর ৩৮। এই নম্বরের বিচারে গত কয়েক বছরে আরও দুর্নীতিগ্রস্ত হয়েছে ভারত। ২০২৩ সালে স্কোর ছিল ৩৯, ২০২২ সালে এই স্কোর ছিল ৪০। ২০২৩ সালে এই সূচকে ভারতের স্থান ছিল ৯৩।

ভারতের পড়শিদের অবস্থান আরও তথৈবচ। পাকিস্তান রয়েছে ১৩৫ নম্বর স্থানে, শ্রীলঙ্কা রয়েছে ১২১ নম্বর স্থানে। বাংলাদেশ দাঁড়িয়ে ১৪৯ নম্বরে। এই সূচকে চিনের ব়্যাঙ্ক ৭৬।

দুর্নীতির নিরিখে একাধিক প্রথম বিশ্বের দেশের অবস্থানও ভালো নয়। গত এক দশকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার। কম পয়েন্ট পেয়ে ২৮ নম্বর স্থানে নেমে এসেছে আমেরিকা, আগে ২৪ নম্বরে ছিল এই দেশ। ২৫ নম্বর স্থানে নেমেছে ফ্রান্স। ব়্যাঙ্কিংয়ে একই অবস্থানে রয়েছে ক্যানাডা ও জার্মানি। তাদের ব়্যাঙ্ক ১৫ নম্বরে। সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে দক্ষিণ সুদান। কাছাকাছি রয়েছে সোমালিয়া, ভেনেজ়ুয়েলা এবং সিরিয়া।

আরও পড়ুন:- কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বিস্তারিত দেখে নিন

আরও পড়ুন:- সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের রীতি শুরু হয়েছিল কীভাবে, সে এক অন্য কাহিনি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন