Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদে বিক্ষোভকারীদের হামলায় মৃত্যু বাবা-ছেলের। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ওয়াকফ(সংশোধনী) আইন বিরোধী হিংসায় তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সামশেরগঞ্জ এলাকার জাফরাবাদ এলাকায় এদিন একটি গ্রামে হামলা চালানো হয়। সেই সময় বাবা-ছেলের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বিক্ষোভকারীরা কুপিয়ে হত্যা করে বাবা-ছেলেকে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জের অশান্তির একাধিক ভিডিও ভাইরাল। শুক্রবার ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ পরিণত হয় হিংসা, ভাঙচুরে। কোথাও বিডিও অফিস ভাঙচুর করা হয়, কোথাও জাতীয় সড়কে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। ভিডিও, ছবি দেখে এখনও পর্যন্ত শতাধিক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরোধিতা কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতি থানার সাজু মোড় এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে অশান্তি ছড়ায়। জঙ্গিপুরের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। ভাঙচুর, অগ্নিসংযোগ কিছুই বাদ যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, সুতি ও সামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গোলমাল চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই ভাঙচুর চালানোয় অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।